করোনা সহায়তা বিল সংশোধনের আহ্বান ট্রাম্পের
কংগ্রেসে পাস হওয়া করোনা সহায়তা বিল সংশোধনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই বিলে অপ্রয়োজনীয় অনেক বিষয় রাখা হয়েছে, তা বাদ দিয়ে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করুন।
এদিকে দীর্ঘ ৫ মাস পর সোমবার (২১ ডিসেম্বর) মার্কিন কংগ্রেসে পাস হয়েছে করোনা সহায়তা বিল। ৯০০ বিলিয়ন ডলারের এই বিলটি হাউস ও সিনেটে অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের অপেক্ষায় ছিল। এর মধ্যে ট্রাম্প বিলটি সংশোধনের আহ্বান জানালেন। খবর বিবিসি।
প্যাকেজটির আওতায় চাকরি হারানো বেকার আমেরিকানরা ১ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে ৩০০ ডলার বর্ধিত বেকার ভাতা, ৬০০ ডলারের এককালীন প্রণোদনা, কোভিড মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণসহ সুদুরপ্রসারী সুবিধা রাখা হয়েছে।
বিলে ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য ৩ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এই অর্থ পাবে গাভি, ইউনিসেফ, বিশ্বব্যাংক এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো। নিম্ন আয়ের দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছাতে কাজ করছে এই সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত অ্যালায়েন্স।
হোয়াইট হাউস থেকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এক বার্তায় তিনি বলেছেন, করোনা সহায়তা প্যাকেজে অন্য দেশগুলোর জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা বাদ দিয়ে আমেরিকানদের জন্য নির্ধারণ করা উচিত।
তিনি বলেছেন, বিলে ইন্টারন্যাশনাল ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা অপ্রয়োজনীয়। কারণ করোনাভাইরাসের জন্য চীন দায়ী। এখানে যুক্তরাষ্ট্রের কোনও দায় নেই। তাই আমি কংগ্রেসকে এই বিলটি সংশোধনের আহ্বান জানায়।
ত্রাণ প্যাকেজটিতে এমন অনেকগুলো বিধান রয়েছে যা মহামারিতে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত লাখ লাখ আমেরিকানদের লড়াইয়ে সহায়তা করবে।