যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রচণ্ড তুষার ঝড়

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রচণ্ড তুষার ঝড় হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তুষার ঝড়ে নিউইয়র্ক সিটি জনমানব শূন্য হয়ে গেছে। ঝড়ের কারণে বিমানের ফ্লাইট ও টিকা দেওয়ার কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তুষার ঝড়ে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ে বিভিন্ন এলাকায় ১৯ ইঞ্চি বরফ জমেছে। তুষার ঝড়টি ৮০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন
তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত

নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও এ সময় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবং মঙ্গলবার পর্যন্ত পাবলিক স্কুল বন্ধ রাখার আদেশ জারি করেছেন।মেয়র বিল ডি ব্লাজিও এই ঝড়কে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।

নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো নিউইয়র্ক সিটির পাশাপাশি ৪৪টি অন্যান্য কাউন্টারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এটি একটি বিপজ্জনক পরিস্থিতি।

নিউ জার্সিতে সোমবার থেকে বাস ও রেল চলাচল স্থগিত রয়েছে।

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়

নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি বিমানবন্দর এবং ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কয়েক শতাধিক বিমানের ফ্লাইট বাতিল করেছে। নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর সোমবার সকাল পর্যন্ত সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে পরামর্শদাতাদের সাথে বৈঠক করেছেন, বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছে।