সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় শিশুসহ নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালের প্রবেশমুখে সরকারি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এলাকাটি সরকারবিরোধী বিদ্রোহীদের দখলে রয়েছে।

রোববারের (২১ মার্চ) এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন চিকিৎসাকর্মী।

বিজ্ঞাপন

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাতে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরীয় সেনাবাহিনীর একটি আউটপোস্ট থেকে ছোড়া মর্টার শেল এসে আতারেব শহরের হাসপাতালে আঘাত করে। এসময় এক শিশুসহ পাঁচজন বেসামরিক লোক নিহত হয়।

বিজ্ঞাপন

সংস্থাটির প্রধান রামি আবদুররাহমান বলেন, হাসপাতালের স্বাস্থকর্মীসহ ১১ জন হামলায় আহত হয়েছেন।

সিরিয়ায় সরকারবিরোধী গোষ্ঠীর দখলে থাকা অঞ্চলে স্বেচ্ছাসেবায় নিয়োজিত হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে।

তারা জানায়, এতে নয়জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

হাসপাতালটিতে ওই এলাকার প্রায় ১ লাখ মানুষ সেবা নিতেন। রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যকার সমঝোতার আওতায় সিরিয়ায় যে কয়েকটি অঞ্চলকে যুদ্ধমুক্ত ঘোষণা করা হয়েছিল তার মধ্যে আতারেবও আছে। হাসপাতালটি অবস্থান মাটির নিচে ছিল।