ইন্দোনেশিয়ায় গির্জার সামনে আত্মঘাতী বোমা হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইন্দোনেশিয়ায় গির্জার সামনে আত্মঘাতী বোমা হামলা

ইন্দোনেশিয়ায় গির্জার সামনে আত্মঘাতী বোমা হামলা

ইন্দোনেশিয়ার শহর মাকাসারে ক্যাথলিকদের একটি গির্জার বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। রয়র্টাসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দেশটির স্থানীয় সময় বোরবার (২৮ মার্চ) পবিত্র ইস্টার সপ্তাহের প্রথম দিনে ওই বোমা বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, গির্জার বাইরে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। বোমা বিস্ফোরণের সময় ক্যাথলিক গির্জাটির ভেতর লোকজন প্রার্থনা করছিল।

দক্ষিণ সুলায়েশি পুলিশের মুখপাত্র ই. জুলপান বলেন, ঘটনাস্থলে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ দেখা গেছে। হামলাকারী দুইজন ছিলেন। এটি আত্মঘাতী বোমা হামলা।

বিজ্ঞাপন

গির্জার পুরোহিত ফাদার উইলহেলমাস তুলক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী একটি মোটরবাইকে করে গির্জার ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, তাকে একজন নিরাপত্তাকর্মী বাধা দেন।

সিসি ক্যামেরার ফুটেজে বিস্ফোরণের দৃশ্যে গির্জার বাইরে ধোঁয়া এবং মানুষের শরীরের ছিন্নভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। পার্কিংয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

তবে হামলার জন্য কারা দায়ী হতে পারে তা পুলিশ এখনও জানায়নি। তাৎক্ষণিকভাবে কোন সংগঠনও দায় স্বীকার করেননি।

২০১৮ সালে ইসলামিক স্টেটের (আইএস) দ্বারা অনুপ্রাণিত হয়ে জামাহা আনসারুত দৌলা (জেডি) গোষ্ঠী ইন্দোনেশিয়ার সুরবায়া শহরের গির্জা ও পুলিশ পোস্টে আত্মঘাতী হামলা চালিয়েছিল। সেই হামলা কমপক্ষে ৩০ জন মানুষ নিহত হয়েছিলেন।