ভারত ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমনকি করোনা টিকার দুই ডোজ নিলেও মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যদি কারও ভারতে ভ্রমণ করতে হয় তবে তার আগে সব কটি টিকা নেওয়া উচিত। খবর হিন্দুস্তান টাইমস।
ভারতে ভ্রমণকারীদের জন্য মার্কিন নাগরিকদের একটি গাইডলাইন দিয়েছে সিডিসি। সংস্থাটির পরামর্শক কমিটি জানায়, যদি আপনাকে ভারতে যেতেই হয়, তাহলে ভ্রমণের আগে টিকার সব কটি ডোজ নিতে হবে। সব ভ্রমণকারীকে মাস্ক পরতে হবে, অন্যদের থেকে ছয় ফুট দূরত্বে থাকতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং নিয়মিত হাত ধুতে হবে।
করোনায় বিপর্যস্ত ভারতে শনাক্তে বা মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।