দু’টি ভিন্ন টিকার ডোজ নিলে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া: অক্সফোর্ডের রিপোর্ট

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দু’টি ভিন্ন টিকার ডোজ নিলে সামান্য পার্শ্ব-প্রতিক্রিয়া: অক্সফোর্ডের রিপোর্ট

দু’টি ভিন্ন টিকার ডোজ নিলে সামান্য পার্শ্ব-প্রতিক্রিয়া: অক্সফোর্ডের রিপোর্ট

দু’টি ভিন্ন করোনার টিকার ডোজ দেওয়া হলে শরীরে কেমন পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গবেষণা চলছে। সম্প্রতি একটি গবেষণার প্রাথমিক তথ্যে দেখা গেছে, দুই টিকার সংমিশ্রণে তেমন গুরুতর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না শরীরে। সামান্য ক্লান্তি অনুভূত হচ্ছে, আর তার সঙ্গে কিছু দিন মাথার যন্ত্রণা থাকছে। তবে ওই মিশ্রণ ভাইরাস প্রতিরোধে সক্ষম কি না, তার প্রমাণিত তথ্য এখনও পাওয়া যায়নি। এর জন্য অপেক্ষা করতে হবে।

যুক্তরাজ্যের মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’-এ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা এবং চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজে ফাইজারের তৈরি টিকা নিয়েছিলেন, তাদের শরীরে খুবই অল্প দিনের জন্য কিছু হালকা পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

বিজ্ঞাপন

গবেষকরা বলছেন, এতে নিম্ন এবং মাঝারি আয়ের দেশগুলিতে টিকার ঘাটতি কিছুটা মেটানো সম্ভব। যদি কোনও দেশ সফলভাবে এই প্রক্রিয়ায় টিকাকরণ চালাতে সক্ষম হয়, সে ক্ষেত্রে বাকিরাও সেই পথে এগোতে পারবে। ফ্রান্সেও বহু লোককে প্রথমে অ্যাস্ট্রাজেনেকা এবং দ্বিতীয় ডোজে ফাইজারের টিকা দেওয়া হয়েছিল।

অক্সফোর্ডের টিকা-বিশেষজ্ঞ ম্যাথু স্নেপ বলেন, ‘ভাবতেই পারিনি এমন রিপোর্ট আসবে। তবে আমরা জানি না, টিকার সংমিশ্রণ আদৌ রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম কি না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাও জেনে যাব।

বিজ্ঞাপন