রাশিয়ার নিখোঁজ সেই উড়োজাহাজের কেউ বেঁচে নেই



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২৯ জন আরোহীসহ নিখোঁজ সেই উড়োজাহাজের কেউ বেঁচে নেই। এএন-২৬ মডেলের উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, রাশিয়ার জরুরি বিভাগ তা খুঁজে পেয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আরআইএ।

মঙ্গলবার (৬ জুলাই) এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে উড়োজাহাজ কর্তৃপক্ষ জানায়, ধ্বংসাবশেষটি বিমানবন্দর থেকে ৫ মাইল দূরে তারা খুঁজে পেয়েছেন।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। বৈরী আবহাওয়া আর আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পারায় উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

উড়োজাহাজটিতে যাত্রীদের সঙ্গে পালানার মেয়র ওলগা মোখিরেভাও ছিলেন। পালানার আবহাওয়ার জেরে নাকি অন্য কোনো কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।

জানা যায়, বেশ কয়েকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

   

ইমরানকে কারাগারে বিষ প্রয়োগ করা হতে পারে: বুশরা বিবি



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ইমরান খান ও বুশরা বিবি। ছবি : সংগৃহীত

ইমরান খান ও বুশরা বিবি। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি।

বুশরা সোমবার (২ অক্টোবর) তার ওই উদ্বেগ প্রকাশ করে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি পিটিশন দায়ের করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, খাদ্যে বিষ মিশিয়ে ইমরান খানকে হত্যার চেষ্টা করা হতে পারে।

এ ছাড়াও তিনি জোর দিয়ে বলেন যে, তার স্বামী কারাগারের ম্যানুয়ালে উল্লিখিত প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

বুশরা বিবি তার আবেদনে পূর্ববর্তী ঘটনাগুলো উল্লেখ করেছেন, যেখানে অন্যান্য বন্দীরা তাদের বাড়ি থেকে রান্না করে পাঠানো খাবার খেতে পারার মতো কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকে।

তিনি দাবি করেছেন, তার স্বামীকে ওই ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, জেল ম্যানুয়াল অনুযায়ী ইমরান খানকে কারাগারে একটি টিভি, সংবাদপত্র, চাকর, একটি গদি, একটি চেয়ার এবং একটি টেবিল দেওয়ার কথা ছিল।

এই আচরণ অমানবিক এবং সংবিধানের ৯ এবং ১৪ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তিনি বলেন, কারাগারে তার স্বামীর যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে আদালতের আদেশের প্রয়োগ নিশ্চিত করার জন্য তিনি আইএইচসিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাস্থ্যকর খাবার সরবরাহ নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারকে নির্দেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন তিনি।

তিনি ইমরান খানকে ব্যায়াম করার এবং হাঁটার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতেও আদালতে আর্জি জানিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইমরান খানকে সম্প্রতি অ্যাটক জেলা কারাগার থেকে স্থানান্তর না করার অনুরোধ সত্ত্বেও ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

;

সমাধিস্থ করা হবে ১২৮ বছরের মমিকে



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
স্টোনম্যান উইলি। ছবি : সংগৃহীত

স্টোনম্যান উইলি। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রায় ১২৮ বছর আগে স্থানীয়দের কাছে ‘স্টোনম্যান উইলি’ নামে পরিচিত এক ক্ষুদে চোর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কারাগারে কিডনি অকার্যকর হয়ে মারা যান।

বিবিসি জানিয়েছে, একটি নতুন শুষ্ককরণ কৌশল নিয়ে পরীক্ষা করার সময় একজন মর্টিশিয়ানের দ্বারা দুর্ঘটনাক্রমে তাকে মমি করা হয়েছিল।

প্রসঙ্গত, বো-টাইসহ স্যুট পরিহিত স্টোনম্যান উইলিকে রিডিংয়ের ছোট শহর আউমানের ফিউনারেল হোমে প্রদর্শন করা হয়েছিল।

তার চুল এবং দাঁত এখনও অক্ষত রয়েছে বলে জানা গেছে। যদিও তার ত্বক চামড়ার রূপ নিয়েছে।

তাকে গ্রেপ্তারের সময় পুলিশকে তিনি একটি কাল্পনিক নাম বলেছিলেন, যাতে তার আসল পরিচয় গোপন থাকে।

রয়টার্সের মতে, ফিউনারেল হোমটি পরীক্ষামূলক এম্বলিং প্রক্রিয়া নিরীক্ষণের জন্য মৃতদেহকে সমাহিত করার পরিবর্তে মমি করে রাখার অনুমতি চেয়ে রাষ্ট্রের কাছে আবেদন করেছিল।

ফিউনারেল হোমটি বলেছে, তারা লোকটির প্রকৃত নাম সনাক্ত করতে সক্ষম হয়েছে। এই সপ্তাহের শেষের দিকে তারা লাশটি সমাধিস্থ করবে।

ফিউনারেল হোমটির পরিচালক কাইল ব্ল্যাঙ্কেনবিলার রয়টার্সকে বলেছেন, ‘আমরা তাকে মমি হিসাবে উল্লেখ করি না। আমরা তাকে আমাদের বন্ধু উইলি হিসাবে উল্লেখ করি।’

স্থানীয় বাসিন্দারা উইলিকে বর্ণাঢ্য কুচকাওয়াজসহ একটি স্মরণীয় বিদায় দিয়েছে, যার মধ্যে তার কফিনবাহী মোটরসাইকেল বহরও ছিল।

আগামী শনিবার (৭ অক্টোবর) রিডিংয়ের রাস্তা দিয়ে তার শেষযাত্রা করবেন উইলি।

তাকে স্থানীয় একটি সেমিট্রিতে সমাধিস্থ করা হবে এবং তার কবরের এপিটাফে তার আসল নাম প্রকাশ করা হবে।

;

সাতবার গুলি করে হত্যা করা হয় জশ ক্রুগারকে



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
জোশ ক্রুগার। ছবি : সংগৃহীত

জোশ ক্রুগার। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার সাংবাদিক ও অধিকারকর্মী জোশ ক্রুগারকে সোমবার (২ অক্টোবর) ভোরে তার বাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, ৩৯ বছর বয়সি এই সাংবাদিককে তার পয়েন্ট ব্রীজের বাড়িতে ঢুকে বুকে ও পেটে সাতবার গুলি করা হয়।

গুলি করার প্রায় ৪৫ মিনিট পরে তিনি পেন প্রেসবিটারিয়ান হাসপাতালে মারা যান।

পুলিশ জানিয়েছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনও অস্ত্র পাওয়া যায়নি। তার বন্ধুরা এবিসি শিকাগোকে বলেছেন, সম্প্রতি হুমকির বিষয়ে ক্রুগার অনলাইনে পোস্ট করেছিলেন, যেখানে তিনি আগস্টের শেষের দিকে তার বাড়ি ভাঙচুর করার ঘটনা উল্লেখ করেছেন।

জোশ ক্রুগার সাংবাদিক হিসাবে কাজ করেছেন দ্য ফিলাডেলফিয়া সিটিজেন এবং দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারারের মতো প্রত্রিকাগুলোতে।

সেখানে তিনি সমকামীদের অধিকার, গৃহহীনতা, এইচআইভি এবং আসক্তির মতো বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেছেন।

তার ওয়েবসাইট এবং লিঙ্কডইন অনুসারে, তিনি ফিলাডেলফিয়া শহরের জন্য পাঁচ বছর কাজ করেছেন। এর আগে, তিনি জনস্বাস্থ্য বিভাগের পাশাপাশি গৃহহীন পরিষেবা অফিস এবং মেয়রের অফিসে কাজ করেছেন।

২০১৪ এবং ২০১৫ সালে তিনি পেনসিলভেনিয়ায় সংবাদপত্রের মন্তব্যের জন্য সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্টস পুরস্কার জিতেছিলেন।

পুলিশ কমিশনার ভ্যানোর ফিলাডেলফিয়া ইনকোয়ারারকে জানিয়েছেন, ‘হয় দরজা খোলা ছিল, অথবা অপরাধী জানত কিভাবে দরজা খুলতে হয়। এ বিষয়ে আমরা এখনও তেমন কিছুই জানি না।’

ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘জোশ ক্রুগারের মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। জোশ আমাদের শহর এবং এর বাসিন্দাদের সম্পর্কে গভীরভাবে যত্নশীল ছিলেন। তিনি জনসেবা এবং তার লেখা উভয় ক্ষেত্রেই স্পষ্ট ছিলেন।’

তিনি আরও বলেন, ‘ তার বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, আবেগ এবং বুদ্ধি তার সমস্ত কিছুতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করেছিল। কিন্তু, তার আলো খুব তাড়াতাড়ি ম্লান হয়ে গেল। আমরা তাকে একজন সহকর্মী বলে ডাকতে পেরে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম। যারা তাকে চিনতেন এবং ভালোবাসেন তাদের সবার সঙ্গে আমাদের প্রার্থনা রয়েছে।’

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টও ক্রুগারের হত্যাকাণ্ডের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে।

ইউএস এবং কানাডার কেন্দ্রীয় প্রোগ্রাম সমন্বয়কারী ক্যাথরিন জ্যাকবসেন বলেছেন, ‘ফ্রিল্যান্স সাংবাদিক জোশ ক্রুগারের হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে ব্যথিত এবং তার সহকর্মী ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আমরা তদন্তকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি যে হামলাটি তার কাজের সাথে সম্পর্কিত কিনা তা নির্ধারণ করতে তার হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য।’

এদিকে, জেলা পুলিশের অ্যাটর্নি ল্যারি ক্রাসনার মানুষকে আশ্বস্ত করেছেন যে, ফিলাডেলফিয়া পুলিশ ওই হত্যার পেছনে থাকা ব্যক্তিকে চিহ্নিত করতে কাজ করছে।

;

থাইল্যান্ডে শপিং মলে বন্দুকধারীর গুলিতে হতাহত



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্যাংকক, থাইল্যান্ড
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জনপ্রিয় শপিং মল সিয়াম প্যারাগনে গুলি চালিয়েছেন আততায়ী। এর মধ্যে ঘটনার দায়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে স্থানীয় পুলিশ। 

মঙ্গলবার (৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। 

এই ঘটনায় সিয়াম বিটিএস স্টেশন এলাকায় বিটিএস থামছে না। ঘটনাস্থলের আশপাশে গণপরিবহন চলাচল বন্ধ করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷  যদিও, এখন পর্যন্ত হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি থাই পুলিশ। এক্স (সাবেক টুইটার) সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এক কিশোর গুলি করতে করতে সিয়াম প্যরাগনের গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করছে।

;