আশরাফ গনিকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে আমিরাত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আশরাফ গনি

আশরাফ গনি

মানতালেবানরা কাবুল দখল করার পর ওইদিন রোববার (১৫ আগস্ট) দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। শুরুতে তাজিকিস্তান যাচ্ছেন তিনি- এমন খবর শোনা গেলেও পরে জানা যায় আশরাফ গনি সেখানে যাননি। কোথায় আশ্রয় নিয়েছেন সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়।

তবে আশরাফ গনির অবস্থান নিয়ে সেই ধোঁয়াশা দূর করল সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় বুধবার (১৮ আগস্ট) নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে তাদের সংযুক্ত আরব আমিরাত আশ্রয় দিয়েছে।

এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, আশরাফ গনি যুক্তরাষ্ট্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আজ বিবিসি জানায়, আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে আছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন