রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছর রসায়নে নোবেল পুরষ্কার পেয়েছেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান।

বাংলাদেশ সময় বুধবার (৬ অক্টোবর) দুপুরে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের মহাসচিব গোরান হ্যানসন এ বছর রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস নামে অণু তৈরির একটি সহজ কৌশল আবিষ্কারের জন্য এ পুরস্কার পান এই দুই বিজ্ঞানী।

রসায়ন নোবেল কমিটির সদস্য পার্নিলা উইটুং-স্টাফশেদ বলেন, তাদের এই আবিষ্কার রাসায়নিক অণুগুলিকে কীভাবে একত্রিত করা যায় সে সম্পর্কে সম্পূর্ণ নতুন ধারণা পাওয়া যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন তাদের এই আবিষ্কার আজ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে। এবং ইতিমধ্যেই মানবজাতির ব্যাপক উপকার করেছে এই আবিষ্কারটি।

এই সপ্তাহে এটি তৃতীয় নোবেল পুরস্কার ঘোষণা।