রাশিয়ায় মার্কিন দূতাবাসের ৩ কর্মীর বিরুদ্ধে মদ চুরির অভিযোগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

রাশিয়ায় নিযুক্ত মার্কিন দূতাবাসের তিন কর্মী বিরুদ্ধে মদ চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের দায়মুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর পার্স-টুডের।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মার্কিন দূতাবাসের ওই তিন কর্মী মস্কোর একটি বারে একজন রাশিয়ান নাগরিকের ব্যাগ থেকে মদ চুরি করেছেন।

বিজ্ঞাপন

আমেরিকা যদি এ তিন কর্মীর ওপর থেকে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার না করে তাহলে তাদেরকে দ্রুত রাশিয়া থেকে চলে যেতে হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর এ চুরির ঘটনা ঘটে এবং রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখেছে যে, চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ২০০ ডলার। মার্কিন দূতাবাসের ওই তিন কর্মীকে শনাক্ত করা হয়েছে। তাদের বয়স ২১-২৬ বছরের মধ্যে এবং তারা মেরিন কোরের সদস্য।

বিজ্ঞাপন