ছত্রিশগড়ে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিস্ফোরণের পর রায়পুর স্টেশন। ছবি: সংগৃহীত

বিস্ফোরণের পর রায়পুর স্টেশন। ছবি: সংগৃহীত

শনিবার সকালে বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের ছত্রিশগড়ের রাজধানী রায়পুর। এ ঘটনায় ছয়জন ভারতীয় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান আহত হয়েছেন। তাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, কেন্দ্রীয় বাহিনীর আনা ডিটোনেটর থেকে অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটতে পারে।

বিজ্ঞাপন

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শনিবার সকাল ৬টা নাগাদ রায়পুর স্টেশনে একটি ট্রেনের কামরার শৌচাগারের সামনে বিস্ফোরণ ঘটে। ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পরেই একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই কামরায় সিআরপিএফ-এর ২১১ নম্বর ব্যাটেলিনের জওয়ানেরা ছিলেন।