বেলারুশ সীমান্তে শত শত অভিবাসীদের আটকে রেখেছে পোল্যান্ড

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেলারুশের সাথে সংযুক্ত পূর্ব সীমান্তে অভিবাসীদের প্রবেশের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে পোল্যান্ড। বন্ধ করে দিয়েছে দেশটির সীমান্ত। পোল্যান্ড জানিয়েছে, পথে হাজার হাজার মানুষ ছিল যারা বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশ করতে সীমান্তের দিকে আসছে।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, পোল্যান্ডের সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে শত শত লোক দাঁড়িয়ে আছে এবং তাদের মধ্যে কেউ কেউ জোর করে প্রবেশের চেষ্টা করছে। এতে পোলিশ সরকার সোমবার (৮ নভেম্বর) একটি বৈঠক ডেকেছে এবং সীমান্ত অঞ্চলে ১২ হাজার সেনা মোতেয়েন করেছে।

বিজ্ঞাপন

এই ঘটনায় পোল্যান্ড অভিযোগ করেছে যে, বেলারুশের অভিবাসীদের এইভাবে সীমান্তের দিকে ঠেলে দেওয়া শত্রুতামুলক কার্যকলাপের অন্তর্ভুক্ত। এদিকে পোল্যান্ড, লিথুনিয়া এবং লাটভিয়া বলেছে, বিগত কিছু মাস ধরে বেলারুশ থেকে অবৈধভাবে তাদের দেশে প্রবেশের চেষ্টা করা লোকের সংখ্যা বেড়েছে। যাদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে এসেছেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন অভিযুক্ত করেছে যে, বেলারুশের স্বৈরাচারী রাষ্ট্রপ্রতি আলেকজান্ডার লুকাশেঙ্কারের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা রয়েছে তার প্রতিশোধ নিতেই অভিবাসীদের এভাবে পাঠিয়ে দিচ্ছে।

বিজ্ঞাপন

পোলিশ বর্ডার গার্ড জানিয়েছে, মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকে বেলারুশের সাথে পোল্যান্ডের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। আরও বলেছে, সীমান্ত আটকে কাঁটাতারের বেড়া তৈরি করাতে ইতিমধ্যে সমালোচনায় পড়েছে দেশটি।

এই অঞ্চলে উপ-শূণ্য শীত থাকায় অভিবাসীদের পরিস্থিতি ভালো নেই। সীমান্তে আটকে থাকা অভিবাসীদের নিরাপত্তাহীনতার শঙ্কা উত্থাপিত হচ্ছে। যেহেতু পোল্যান্ড থেকে অভিবাসীদের প্রবেশ চেষ্টাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং বেলারুশ তাদের ফিরে আসার অনুমতি দিতে অস্বীকার করছে তাই পোল্যান্ডের বনে আটকা পড়েছে। এতে প্রচন্ড শীতের তাদের অবস্থা শোচনীয়। ইতিমধ্যে হাইপোথার্মিয়াতে বেশ কয়েকজন মারা গেছেন।