ওমিক্রন নিয়ে আতঙ্কিত হবেন না: বায়োএনটেকের সিইও

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বায়োএনটেকের সিইও উগুর সাহিন

বায়োএনটেকের সিইও উগুর সাহিন

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে বললেন কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা বায়োএনটেকের সিইও উগুর সাহিন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে উগুর সাহিন বলেন, দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রনে টিকাপ্রাপ্ত লোকেরা সংক্রামিত হতে পারে, তবে তারা গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষিত থাকবে।

বিজ্ঞাপন

বায়োএনটেকের সিইও বলেন, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হবেন না, পরিকল্পনাটি একই রয়ে গেছে। তবে, বুস্টার ডোজ ত্বরান্বিত করতে বলেছেন তিনি।

সাহিন বলেন, ওমিক্রন সম্ভবত ডেল্টার চেয়ে ভালো। ভ্যাকসিন দ্বারা উৎপন্ন অ্যান্টিবডিগুলি এটা থেকে রক্ষা করবে।

বিজ্ঞাপন

সব থেকে গুরুত্বপূর্ণ ডেল্টা আক্রান্তদের মতো ওমিক্রন আক্রান্তদের ক্ষেত্রে এখনও পর্যন্ত স্বাদ-গন্ধ হারিয়ে ফেলার ঘটনা ঘটেনি। এমনকী করোনা আক্রান্তের ক্ষেত্রে এতদিন সব থেকে চিন্তার বিষয় ছিল রক্তে অক্সিজেন লেভেল হঠাৎ কমে যাওয়া, নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে তাও হয়নি।

প্রসঙ্গত, ওমিক্রন গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।