‘করোনার চেয়ে পরের মহামারি আরও মারাত্মক হতে পারে’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অন্যতম উদ্ভাবক অধ্যাপক সারাহ গিলবার্ট সতর্ক করে বলেছেন, বর্তমান কোভিড সংকটের চেয়ে ভবিষ্যতের মহামারি আরও মারাত্মক হতে পারে।

সোমবার (০৬ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সারাহ গিলবার্ট বলেন, ইতিমধ্যে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা যাতে বৃথা না যায়, সেজন্য মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য আরও তহবিল দরকার।

তিনি সতর্ক করে বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ বিরুদ্ধে বিদ্যমান ভ্যাকসিন কম কার্যকর হতে পারে। আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্ট সম্পর্কে আরও জানা না পর্যন্ত সবাইকে সতর্ক হওয়া উচিত বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

সারাহ গিলবার্ট বলেন, কোনও ভাইরাস দ্বারা মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ার এটাই শেষ ঘটনা হবে না। সত্য হলো, পরের মহামারিটি আরও খারাপ হতে পারে। সেটি আরও সংক্রামক বা আরও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।