ইউক্রেনে হামলা হলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ​মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ইউক্রেন ইস্যুতে ভার্চুয়ালি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

তবে ইউক্রেনে আক্রমণের কোনও ইচ্ছে নেই বলে জানিয়েছেন পুতিন।

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে পুতিন ইউক্রেনকে উসকানির জন্য দায়ী করেছেন এবং সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলেন ধরেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে তারা যেই ভিডিও লিংকে কথা বলেন তা এর আগে কেউ ব্যবহার করেনি। এটি খুবই সুরক্ষিত বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম ‘তাস’।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সীমান্তে রাশিয়ার হাজার হাজার সেনা মোতায়নের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মস্কোর ওপর ‘দৃঢ় অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ' নেওয়ার হুমকি দেন বাইডেন।