ওমিক্রনের শঙ্কায় ছুটি বাতিলের আহ্বান ডব্লিউএইচও'র
করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে বড়দিনের ছুটির পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসির।
ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, জীবন বাতিল হয়ে যাওয়ার চেয়ে একটা অনুষ্ঠান বাতিল করা ভালো। এই ‘কঠিন সিদ্ধান্ত’ নিতেই হবে।
তিনি এই মন্তব্য করলেন যখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন যে ওমিক্রন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী হয়ে উঠেছে।
সোমবার (২০ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান বলেন, এখন প্রমাণ হাতে এসেছে যে, ওমিক্রন ডেল্টার চেয়ে দ্রুত ছড়াচ্ছে।
ফ্রান্স-জার্মানিসহ অনেক দেশ তাদের লোকজনের চলাচলে আরোপিত কোভিড নীতিমালায় কড়াকড়ি এনেছে। ক্রিসমাসের সময় পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করে দিয়েছে নেদারল্যান্ডস।
যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশের বেশি ওমিক্রনে আক্রান্ত বলে জানা গেছে।
তবে সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এখনই লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি সতর্ক করে বলেছেন, বড়দিনের ছুটিতে সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের ভ্রমণও ওমিক্রনের বিস্তার বাড়িয়ে দেবে।
ডব্লিউএইচও প্রধান বলেন, ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের সব দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিলে আগামী বছরের মধ্যে মহামারির অবসান সম্ভব।