ওমিক্রন উচ্চ ঝুঁকির: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এর সংক্রমণ বৃদ্ধি খুব উচ্চ ঝুঁকি তৈরি করছে। যা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বুধবার (২৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বে গত এক সপ্তাহে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগের। ওমিক্রন এখনও খুবই উচ্চ ঝুঁকির।
ওমিক্রন অনেক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৮০৭ জন। যা মহামারির শুরু থেকে সর্বোচ্চ।
এর আগে গত শনিবার দেশটিতে শনাক্ত হয়েছিলেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন। মঙ্গলবারের আগ পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ। অন্যদিকে একই সময়ের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ২৯০ জন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্রিটেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৭১ জন। যা মহামারির শুরুর পর থেকে সর্বোচ্চ। তবে এর মধ্যে উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে গত ২৪ ডিসেম্বর দেশটিতে ১ লাখ ২২ হাজার ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছিল।