চীনে ধাতব বাক্সে রাখা হচ্ছে আক্রান্তদের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের রাখার জন্য নির্মাণ করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। যেখানে তৈরি করা হয়েছে ধাতব বাক্স যা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে চীনের এই কোভিড কোয়ারেন্টিন সেন্টারের ভিডিও ।

করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর বেইজিং। তাই সম্প্রতি জিরো কোভিড পলিসি ঘোষণা করেছে চীন। সামনেই আসছে শীতকালীন অলিম্পিক। এর আগেই সংক্রমণের হার রুখতেই কড়া আইন চালু করেছে চীন সরকার।

বিজ্ঞাপন

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সারি সারি এই বক্সগুলোয় যাঁদের থাকতে বাধ্য করা হচ্ছে, তাঁদের মধ্যে বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বক্সগুলোর ভেতরে রয়েছে থাকার জন্য একটি বিছানা, খাবার খাওয়ার জন্য একটি ছোট টেবিল আর একটি ওয়াশরুম। রুমে আগে থেকেই দেয়া ছিল দুই কেইস খাবার পানি। এই ছোট বাক্সেই সন্দেহভাজন রোগীদের কাটাতে হবে ২১ দিন। একটি এলাকায় যদি একজনও করোনা আক্রান্ত হন, তাহলে পুরো এলাকাবাসীকেই পাঠিয়ে দেয়া হচ্ছে এই কোয়ারেন্টিন সেন্টারে। অনেকেই বলেছেন, মাঝরাতে সরকারি বাস এসে তুলে নিয়ে যায় কোয়ারেন্টিন সেন্টারে। চীনের এই অতিরিক্ত কড়া মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।

চীনে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে ‘ট্রেস-অ্যান্ড-ট্র্যাক’ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে। সকলের জন্য এই অ্যাপ ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। মূলত এই অ্যাপ এর মাধ্যমেই দ্রুত করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে, পাশাপাশি তাদের এলাকায় কে-কোথায় আছে, তাও দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন