দক্ষিণ চীন সাগরে ভেঙে পড়ল আমেরিকার যুদ্ধবিমান
দক্ষিণ চীন সাগরে রুটিন মহড়ার সময় ভেঙে পড়ল আমেরিকার এক যুদ্ধবিমান। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার নৌ বাহিনী। রয়টার্স এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সোমবার(২৪ জানুয়ারি) এফ-৩৫সি যুদ্ধবিমানটি অবতরণ সংক্রান্ত সমস্যায় পড়ে। আমেরিকার নৌবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে রুটিন সফরে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধবিমানটি। এতে ৭ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনাগ্রস্ত যুদ্ধবিমানের বাকি আহতদের শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল। বিমানের পাইলটকে উদ্ধার করেছে আমেরিকান সেনা। তদন্তসাপেক্ষে এর কারণ জানা যাবে বলে বিবৃতিতে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী। উঠে আসছে নাশকতার তত্ত্বও। নাশকতার আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না।
দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে সবরকম চেষ্টা চালায় বেইজিং। অপর দিকে আমেরিকা কোনও মতেই তা হতে দিতে রাজি না।
বার বার সামরিক মহড়া চালিয়ে এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখতে মরিয়া আমেরিকা, এদিকে নাছোড়বান্দা চীন ও। এই অবস্থায় চীন সাগরে এক আমেরিকান যুদ্ধবিমানের ভেঙে পড়া পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
এফ-৩৫ জেট লকহিড মার্টিন দ্বারা তৈরি।
পেন্টাগন জানিয়েছে, কার্ল ভিনসন এবং ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে দুটি মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রবিবার দক্ষিণ চীন সাগরে অভিযান শুরু করেছে। তাইওয়ান জলপথের শীর্ষে একটি নতুন চীনা বিমানবাহিনীর অনুপ্রবেশের কথা জানিয়ে বলেছিল, তারা প্রশিক্ষণের জন্য প্রবেশ করেছিল।