আমিরাতে ইসরায়েলি প্রেসিডেন্টের প্রথম রাষ্ট্রীয় সফর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ

ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ

ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ প্রথমবারের মত রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।

দুবাইয়ের বিশ্বশক্তি ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করা নিয়ে উত্তেজনার বিরাজমান, ঠিক এমন  সময়ে আমিরাত সফরে গেলেন তিনি।

বিজ্ঞাপন

কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা অংশ হিসেবে তিনি রবিবার উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এই সফরে কী বিষয়ে আলোচনা হবে আমিরাত ও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন

২০২০ সালে আমিরাতের পাশাপাশি মুসলিম রাষ্ট্র বাহরাইন, সুদানসহ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল।

সফর প্রসঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবো।

আইস্যাক হেরজোগ দুবাইয়ের শাসক এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি দুবাই এক্সপো পরিদর্শন করবেন বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা।