বিক্ষোভের মুখে সপরিবারে গা ঢাকা দিলেন জাস্টিন ট্রুডো

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো

কোভিড-১৯ টিকা বিরোধী আন্দোলনে তপ্ত কানাডা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিবারসহ আত্মগোপন করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল ও ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্রুডোর অবস্থান জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

করোনার মহামারী ঠেকাতে ট্রুডো সরকার সে দেশে টিকা বাধ্যতামূলক করেছে। আর সরকারের এই সিদ্ধান্তেই ক্ষেপেছে কানাডাবাসী। তাদের দাবি, সরকার কাউকে টিকা নেওয়ার জন্য বাধ্য করতে পারেন না।

সে দেশের গোয়েন্দা দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী ট্রুডোর বিরুদ্ধে বিক্ষোভ এতটাই ভয়াবহ রুপ নিয়েছে যে, সপরিবারে রাজধানী অটোয়ার বাসভবন ছেড়ে গোপন জায়গায় চলে গেছেন তিনি।

বিজ্ঞাপন

ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে সম্প্রতি কানাডাজুড়ে বেড়েছে করোনার সংক্রমণ ও প্রাণহানি। আর তাই ভাইরাসের অতিসংক্রামক এই ভ্যারিয়েন্টের বিস্তার মোকাবিলায় সম্প্রতি নতুন বিধিনিষেধ আরোপ করে কানাডার ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর কেন্দ্রীয় সরকার।

নতুন নিয়মে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত পারাপারের সময় ট্রাক চালকদের করোনা টিকা গ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়। আর এরপরই দেশজুড়ে বিশাল বিক্ষোভ শুরু হয়।

জানা গিয়েছে, এই বিক্ষোভ অংশগ্রহনকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ট ট্রাকচালক। পাশাপাশি তাদের সঙ্গে অংশ নেন সাধারণ মানুষও। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা স্বাধীনতা চাই। কারও হাতে ছিল সংবিধান। সমবেত জনতার কণ্ঠে শোনা যায় ‘মেক কানাডা গ্রেট এগেন’। জানা গিয়েছে, মধ্যরাত থেকে রাজধানীতে জড়ো হন বিভিন্ন প্রান্তের মানুষ। বহু মহিলাকেও দেখা গিয়েছে বিক্ষোভ মিছিলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এটা জানার পর পরই এ সিদ্ধান্ত নেন তিনি। যদিও তার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল।