সাও পাওলোতে ভারি বর্ষণে শিশুসহ ১৯ জনের প্রাণহানি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলোতে গত শুক্রবার থেকে ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে সাত শিশুসহ ১৯ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও নয়জন আর নিখোঁজ রয়েছেন চারজন। প্রায় পাঁচশ মানুষ অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রোববার (৩০ জানুয়ারি) দেশটির জন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া রোববার (৩০ জানুয়ারি) বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রায় তিন কোটি মার্কিন ডলার সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

বৃহত্তর সাও পাওলোর আশেপাশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্টেস এবং ফ্রাঙ্কো দা রোচা। রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের কারণে ভারজেয়া পাওলিস্তা, ক্যাম্পো লিম্পো পাওলিস্তা, জাউ, ক্যাপিভারি, মন্টেমোর এবং রাফার্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিসেম্বর থেকে ভারি বর্ষণের কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চল বন্যার কবলে পড়ে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে নষ্ট হচ্ছে মধ্য-পশ্চিমাঞ্চলের ফসল। এমনকি মিনাস জেরাইস রাজ্যে খনির কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গতবছর অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়। এরপর থেকে নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে উত্তরাঞ্চলের বাহিয়া রাজ্যে ২৪ জনের মৃত্যু হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যে মারা গেছে ১৯ জন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ।