সিএনএন থেকে পদত্যাগ করেছেন জেফ জুকার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বৈশ্বিক প্রধান জেফ জুকার পদত্যাগ করেছেন। বুধবার (০২ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন বলে খবর প্রকাশ করেছে সিএনএন।

এক নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে তিনি পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

পদত্যাগ নিয়ে পাঠানো ইমেইলে তিনি লিখেছেন, তার এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যা তিনি প্রকাশ করেননি।

তিনি বলেন, সিএনএনের অন্যতম পরিচিত মুখ ক্রিস কুমোর তদন্তের সময় আমাকে ওই সহকর্মীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন এটি প্রকাশ করার প্রয়োজন ছিল, কিন্তু আমি করিনি। আমি ভুল ছিলাম। ফলস্বরূপ, আমি আজ পদত্যাগ করছি।

বিজ্ঞাপন

জুকার সেই সহকর্মীর নাম নেননি, তবে সম্পর্কটি ছিল সিএনএনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন গলস্টের সঙ্গে । গলস্ট সিএনএন-এ এখনো চাকরি করছেন। তারা দুই দশকেরও বেশি সময় একসঙ্গে কাজ করছেন।

কর্মীদের কাছে পাঠানো জুকারের মেইলের পরই সিএনএন-এর সিইও জেসন কিলার বলেছেন, আমি ওয়ার্নারমিডিয়া নিউজ অ্যান্ড স্পোর্টসের চেয়ারম্যান এবং সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের প্রেসিডেন্ট জেফ জুকারের পদত্যাগ পত্র গ্রহণ করেছি ৷ আমরা জেফের গত ৯ বছরের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই ৷