আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে ২০ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় কোকেন সেবন করার পরে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক ডজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, তাদের গ্রহণ করা মাদকটিতে বিষাক্ত কোনও উপদান মিশ্রিত থাকতে পারে।

বিজ্ঞাপন

দেশটির বুয়েনস আইরেস প্রদেশের বেশ কয়েকটি শহরে মৃত্যুর এসব ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন। বলা হয়েছে, গত ২৪ ঘন্টার মধ্যে যারা কোকেন কিনেছেন তাদের তা ফেলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির একজন সরকারি কর্মকর্তার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আরও ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রদেশটির আটটি শহরে বিষাক্ত কোকেন গ্রহণ করা আরও অনেক লোক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সবগুলো মৃত্যুর ঘটনা বুয়েনস আইরেস প্রদেশের অর্লিংনাম, সান মার্তিন ও তেরেস দে ফেবরেরো শহরে ঘটেছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

বুয়েনস আইরেস আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ। একই নামের দেশটির জাতীয় রাজধানীর অবস্থানও এই প্রদেশে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে।