আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যার মামলায় নেদারল্যান্ডের হেগে জাতিসংঘের শীর্ষ আদালতে মিয়ানমারের সামরিক জান্তার তোলা আপত্তির ওপর গণশুনানি শুরু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা গণশুনানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এ শুনানির দুটি পক্ষ হল গাম্বিয়া ও মিয়ানমার। নতুন প্রেক্ষাপটে মিয়ানমারের জান্তার প্রতিনিধিরা নতুন রাউন্ডের শুনানিতে অংশ নিচ্ছেন।

রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে দেশটির গণহত্যার অভিযোগ শোনার জন্য আন্তর্জাতিক বিচারিক আদালতে তারা চ্যালেঞ্জ জানাবে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

বর্তমানে জান্তার হাতে বন্দী অং সান সুচি ২০১৯ সালে প্রথম গণশুনানিতে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন।

২০১৯ সালে সু চি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক বিচারিক আদালতে একটি আইনি দলকে নেতৃত্ব দেন। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করে। মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংসের মাধ্যমে রোহিঙ্গাদের একটি দল হিসেবে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যামূলক কাজ করেছে বলে অভিযোগ করেছে মামলায়।

গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ২০১৯ সালের প্রথম ধাপে ১০ ডিসেম্বর শুনানি করে গাম্বিয়া। আর ১১ ডিসেম্বর শুনানি করে মিয়ানমার।