থাই-মালয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী আটক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধ জেটি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করায় কেলানথান-থাই সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশিসহ ৫৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।

আটককৃতদের মধ্যে ৪২ জন মিয়ানমারের, ১১ জন থাই, ২ জন চাইনিজ নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ান রয়েল পুলিশ জেনারেল অপারেশন্স ফোর্সের (জিওএফ) অষ্টম ব্যাটালিয়নের অ্যাসিসট্যান্ট কমান্ডার ডেপুটি সুপারিন্ডেন্ট রামেশ কে কৃষ্ণা অভিবাসীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিগত ১৬ ফেব্রুয়ারি থেকে এই ৫৬ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা মানবপাচারের শিকার। হয়তো মানবপাচার চক্র নতুন পথ ব্যবহার করছে।

বিজ্ঞাপন

রামেশ কে কৃষ্ণা বলেন, পাচারকারীরা গোলক নদী দিয়ে নতুন রুট খুঁজে বের করতে পারে। তবে আমরা হাল ছেড়ে দিচ্ছি না।

তিনি আরও বলেন, জিওএফ সদস্যরা সার্বক্ষণিক নজর রাখবে যাতে কেলানথান সীমান্ত দিয়ে মানবপাচার না ঘটে।

ধারণা করা হচ্ছে কেলানথান-থাই সীমান্তবর্তী এলাকায় ৯০টির বেশি অবৈধ জেটি রয়েছে, যেগুলো মানবপাচারে ব্যবহৃত হয়।