তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ: বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে। বাইডেনের এমন মন্তব্যে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (২৩ মে) জাপানে সফরের দ্বিতীয় দিন তাইওয়ান প্রসঙ্গে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, স্ব-শাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের এটি প্রথম এশিয়া সফর।

বিজ্ঞাপন

চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে বিবেচনা করে। তবে তাইওয়ানকে দশকের পর দশক ধরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইপে।

বাইডেন আগ্রাসনের বিষয়ে চীনকে সতর্ক করে বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার সমর্থনে বেইজিংকে সংকেত পাঠায় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার জন্য রাশিয়াকে দীর্ঘমেয়াদি মূল্য দিতে হবে।

বিজ্ঞাপন

বাইডনের এমন মন্তব্যে ক্ষুব্ধ করে তুলতে পারে বেইজিংকে। তাইওয়ানে উপকূলে প্রায় সময় চীনের যুদ্ধ বিমানের মহড়া দেখা যায়। এমনকি চীনের বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনেও প্রবেশ করে বলে অভিযোগ করে তাইপে।

তিনি আরও বলেন, আমার প্রত্যাশা হল চীনা তাইওয়ানে আক্রমণ করবে না এবং এটির চেষ্টাও করবে না।