কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক বিদ্রোহী যোদ্ধা ও বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো। ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ম্যাগনেট রোডলফো হার্নান্দেজকে হারিয়েছেন এই নতুন নেতা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

৬২ বছর বয়সী গুস্তাভো পেত্রো এ বিজয়কে ঈশ্বর ও মানুষের বিজয় বলে অভিহিত করেছেন।

গুস্তাভো পেত্রো একসময় দেশটির বিলুপ্ত এম-১৯ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন। যার জন্য তাকে জেলেও যেতে হয়েছে। পরে তাকে সাধারণ ক্ষমা করা হয়েছিল।

তিনি বলেন, দেশের সমস্যা সমাধানে বিরোধী দলের সকল সদস্যকে আলোচনার জন্য প্রেসিডেন্ট প্রাসাদে আমন্ত্রণ জানানো হবে।

বিজ্ঞাপন

উচ্ছ্বসিত পেত্রো কলম্বিয়ার রাজধানী বোগোটায় তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, কলম্বিয়া পরিবর্তন হচ্ছে, এটি বাস্তব পরিবর্তন। তিনি বলেন, তার সরকার কখনও রাজনৈতিক নিপীড়ন বা আইনি নিপীড়ন করবে না, সেখানে কেবল সম্মান এবং সংলাপ হবে।

তিনি আরও বলেন, কেবল যারা অস্ত্র তুলেছেন তাদের কথাই শুনবো না, আমরা নীরব সংখ্যাগরিষ্ঠের কথাও শুনব। কৃষক, আদিবাসী, নারী, যুবক সবার কথা।

বিদায়ী রক্ষণশীল প্রেসিডেন্ট ইভান ডুক ফলাফল ঘোষণার পরপরই পেত্রোকে অভিনন্দন জানান এবং হার্নান্দেজ তার পরাজয় স্বীকার করেন।