আগুন নিয়ে খেলবেন না: বাইডেনকে শি জিনপিং
তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরিকল্পনা নিয়ে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (২৮ জুলাই) মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে এই সতর্কবার্তা উচ্চারণ করেন চীনের প্রেসিডেন্ট।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে এটি তার পঞ্চম ফোনালাপ।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ফোনালাপে মার্কিন ও চীনা নেতারা তাইওয়ানের বিষয়ে একে অপরকে সতর্ক করেন।
শি জিনপিং বাইডেনকে বলেন, চীন দৃঢ়ভাবে তাইওয়ানের স্বাধীনতা এবং এ অঞ্চলে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন নীতি’ মেনে চলা।
জবাবে জো বাইডেন বলেন, তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতির কোনও পরিবর্তন হয়নি। তাইওয়ান প্রণালীজুড়ে স্থিতাবস্থা পরিবর্তন বা শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধী যুক্তরাষ্ট্র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনালাপে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আগুন নিয়ে যারা খেলা করে, সেই আগুনে তারাই ধ্বংস হয়ে যাবে।’
দুই নেতার বৈঠকের বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, ফোনালাপে দুই প্রেসিডেন্ট তাদের প্রথম মুখোমুখি বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। এ নিয়ে নিজ নিজ টিমকেও নির্দেশনা দিয়েছেন তারা।
মার্কিন প্রেসিডেন্ট তাইওয়ানে বিশেষ করে যোগাযোগের উন্মুক্ত লাইন বজায় রাখার গুরুত্বের ওপর দেন।
তাইওয়ান বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা অংশীদারিত্বকে তারা আরও গভীর করবে। শুক্রবার (২৯ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।