ইয়ানের আঘাতে ফ্লোরিডায় বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ১০ লাখ মানুষ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হারিকেন ইয়ানের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্রায় ১০ লাখ মানুষ।

তীব্র বাতাস, মুষলধারে বৃষ্টি এবং সমুদ্রের বিধ্বংসী ঢেউ নিয়ে স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড়টি ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হারিকেন ইয়ান সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে কায়ো কোস্টা দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, উপকূলে আঘাত হানার সময় ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) ছিল ।

ঝড়ের তীব্রতার দিক থেকে পাঁচ মাত্রার হারিকেনের চেয়ে ইয়ানের গতিবেগ সামান্য কম। সবচেয়ে মারাত্মক পাঁচ মাত্রার হারিকেনের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ধরা হয় ১৫৭ মাইল।

রাজ্যের জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ইয়ানের আঘাতে ফ্লোরিডার ১০ লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ইউএস বর্ডার পেট্রোল জানিয়েছে, ঝড়ের কবলে পড়ে ২০ জন অভিবাসী নৌকা ডুবির পর নিখোঁজ রয়েছে।