মজুদ থেকে দেড় কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা বাইডেনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মজুদ থেকে দেড় কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (১৯ অক্টোবর) তিনি এই ঘোষণা দেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিজ্ঞাপন

সম্প্রতি জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয় অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ও এর মিত্ররা। যার ফলে তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসে বক্তৃতাকালে বাইডেন বলেছেন, জ্বালানি বিভাগকে মজুত থেকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে গ্যাসের দাম কমাতে এবং পরিবারগুলোকে কিছুটা সহায়তা করবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

বাইডেন বলেন, পুতিনের ইউক্রেনে আগ্রাসনের পর থেকে গ্যাসের দাম কমানোর জন্য আমি আমার ক্ষমতার সবকিছু করে যাচ্ছি।

বিশ্লেষক বলেছেন, তেলের রিজার্ভ থেকে অতিরিক্ত ১৫ মিলিয়ন ব্যারেল বিক্রি গ্যাসের দামের ওপর খুব বেশি প্রভাব ফেলতে পারে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করে ।

এর আগে ১৮ কোটি ব্যারেল তেল মজুদ থেকে বিক্রি করার কথা জানিয়েছিল দেশটি। সেই পরিকল্পনার সঙ্গে অতিরিক্ত আরও দেড় কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেওয়া হলো।

রাশিয়ান তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা ৫ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বাস্তবায়নের পর তেলের বাজারে প্রত্যাশিত অস্থিরতা কমাতে এই পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস।

এখন পর্যন্ত এসপিআর প্রোগ্রামের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৬৫ মিলিয়ন (সাড়ে ১৬ কোটি) ব্যারেল অপরিশোধিত তেল ছেড়েছে।