যুক্তরাষ্ট্রে ৬.৪ মাত্রার ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ইউরেকা এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে ভূকম্পনটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এএফপি।

বিজ্ঞাপন

ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।আহত হয়েছে আরও ১১ জন।

ভূমিকম্পের ফলে বিভিন্ন স্থানে বহু বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ।

বিজ্ঞাপন

হামবোল্ট কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়।

তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন।