ভারত-চীন বাধা না দিলে ইউক্রেনে পরমাণু হামলা চালাতো পুতিন: যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো এতোদিনে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতো, যদি ভারত ও চীন বাধা না দিতো।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মস্কোর ওপর নয়াদিল্লি ও বেইজিংয়ের ‘প্রভাবের’ কথা বলে শান্তি ফেরানোর জন্য দুই দেশের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার নির্ভরতার কথাও কার্যত স্বীকার করে নিলেন তিনি।

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন। তার পরেই যুক্তরাষ্ট্রের পক্ষে মস্কোর বিরুদ্ধে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে ব্লিঙ্কেন বলেন, অনেক ক্ষেত্রেই পুতিনের প্রতিক্রিয়া যুক্তিসঙ্গত নয়। সম্প্রতি, রাশিয়ার থেকে যে প্রতিক্রিয়া আসছে তাতে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।