গ্রেটা থানবার্গকে অভিযুক্ত করলো যুক্তরাজ্য পুলিশ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেটা থানবার্গকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

গ্রেটা থানবার্গকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের পুলিশ বুধবার (১৮ অক্টোবর) সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গকে পাবলিক অর্ডার অপরাধের জন্য অভিযুক্ত করেছে।

২০ বছর বয়সি এই জলবায়ুকর্মী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনের একটি পরিচিত মুখ। গতকাল মঙ্গলবারের বিক্ষোভের পরে রাজধানীর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক অভিযুক্ত ২৬ জনের মধ্যে তার নামও রয়েছে বলে জানিয়েছে এএফপি।

বিজ্ঞাপন

থানবার্গের বিরুদ্ধে ব্রিটেনের পাবলিক অর্ডার অ্যাক্টের অধীনে আরোপিত একটি শর্ত মানতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার এনার্জি ইন্টেলিজেন্স ফোরামের বাইরে একটি গণ বিক্ষোভে যোগ দেওয়ার পর থানবার্গকে দুই পুলিশ কর্মকর্তা তুলে নিয়ে যান বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের আগে রাজনীতিবিদ এবং তেল ও গ্যাস শিল্পের প্রতিনিধিদের মধ্যে গোপন চুক্তির সমালোচনা করেন থানবার্গ।

লন্ডন পুলিশ বলেছে, অফিসাররা বিক্ষোভে আসার পরে তারা জনসাধারণের ব্যাঘাত রোধ করার জন্য শর্তাবলী আরোপ করেছিল, যা পরে লঙ্ঘন করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের রাস্তা থেকে ফুটপাথের দিকে যেতে বলা হয়েছিল। কিন্তু, তারা ওই নির্দেশ মানেনি।

থানবার্গ, যিনি কিশোর বয়সে তথাকথিত ‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’ আন্দোলন শুরু করেছিলেন। তাকে চলতি মাসের শুরুতে সুইডেনের একটি আদালত জরিমানা করেছিল।

এদিকে, ফসিল ফ্রি লন্ডনের সংগঠক জোসি এএফপিকে বলেছেন, ‘আমরা মনে করি জলবায়ু পরিবর্তনের জরুরী এই সময়ে থানবার্গের গ্রেপ্তার অগ্রহণযোগ্য।’

আরেকজন কর্মী লরেন ম্যাকডোনাল্ড বলেন, ‘আমাদের নিরাপদ বাসযোগ্য ভবিষ্যত পেতে হলে কোনও নতুন তেল ও গ্যাস প্রকল্প হতে পারবে না।’

উল্লেখ্য, ব্রিটেন গত মাসে স্কটল্যান্ডের উপকূলে উত্তর সাগরের রোজব্যাঙ্ক ফিল্ডে তেল ও গ্যাস উৎপাদনের অনুমোদন দিয়েছে।