পেনাংয়ে ভবনধস: ৩ বাংলাদেশি নিহত, আহত ২, ভেতরে আটকা ৪

  • স্পেশাল করেসপন্ডেন্ট, সাউথ-ইস্ট এশিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

পেনাংয়ে ভবনধস

পেনাংয়ে ভবনধস

মালয়েশিয়ার পেনাং শহরে এক ভয়াবহ ভবন ধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়াও উদ্ধারকারী দল ধারণা করছে ৪ জন ধসে যাওয়া ভবনের ভেতর আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

গত মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এই ভবনধসের ঘটনা ঘটে। পেনাং উপ পুলিশ প্রধান ডেপুটি কমান্ডার দাতুক মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, ভবনের ভেতর ৯ জন আটকে ছিল। এর মধ্যে ৫ জনকে খুঁজে পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

ঘটনাস্থালে ১৪ টন ওজন এবং ১২ মিটার দৈর্ঘ্যের একটি স্তম্ভ আরো ১৪টি স্তম্ভের ওপর ধসে পড়লে ভবনটি ধসে যায়। নির্মাণস্থানটিতে ১৮ জন শ্রমিক ছিলেন। তার মধ্যে ৯ জন ওই সময় নামাজ পড়তে যান বলে জানান তিনি। 

উপপুলিশ প্রধান আরো জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে পৌঁছালে মৃত্যুবরণ করেন। গুরুতর আহত আরো ২ জনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের ধারণা ধসে পড়া ভবনে আরো ৪ জন শ্রমিক ফাঁদে আটকে পড়ে আছেন। ভবনটিতে কর্মরত সব শ্রমিকরাই বাংলাদেশি। 

পেনাং ফায়ার এন্ড রেস্কু বিভাগের উপ পরিচালক জুলফাহমি সুতাজি বলেন, উদ্ধার কাজে দেরি হচ্ছে এবং কঠিন হয়ে পড়েছে কারণ পড়ে যাওয়া স্তম্ভগুলো খুবই ভারি। সেগুলো সরাতে বেগ পেতে হচ্ছে। আমাদের আরো বড় ও শক্তিশালি উদ্ধার যন্ত্র প্রয়োজন সেগুলো সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌঁছাতে।