মিসিসিপি নদীতে বাংলাদেশি জাহাজের ৪ ক্রু নিখোঁজ

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ফক্স নিউজ

ছবি: ফক্স নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী থেকে বাংলাদেশি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে ৪ ক্রু সদস্য নিখোঁজ হয়েছেন। নিঁখোজ সবাই পুরুষ। মার্কিন যুক্তরাষ্ট্রে কোস্ট গার্ড (ইউএসসিজি) জানিয়েছে, মিসিসিপি নদীর তীরে ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে নিঁখোজ ক্রু সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার (২৯ নভেম্বর) ফক্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ব্যক্তিরা মেঘনা অ্যাডভেঞ্চারের ক্রু সদস্য। যেটি বাংলাদেশের পতাকাসহ একটি বাল্ক ক্যারিয়ার।

ইউএসসিজি হেলিকপ্টার এবং ছোট নৌকা নিঁখোজদের সন্ধানে কাজ করছে। ফক্স ৮ নিউ অরলিন্স এর আগে অনুসন্ধান হেলিকপ্টারটির ভিডিও ফুটেজ ধারণ করে।

বিজ্ঞাপন

গত সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ইউএসসিজিকে এ চার জন ক্রুয়ের পানিতে থাকার বিষয়ে অবহিত করা হয়েছিল। তারা একটি স্ট্যান্ডার্ড সেফটি ড্রিল থেকে জাহাজে এসে পৌঁছায়নি।

ইউএসসিজি তাৎক্ষণিকভাবে ক্রু সদস্যদের নাম প্রকাশ না করে ২৫, ২৯, ৩০, ও ৪৭ বছর বয়সী পুরুষদের বাংলাদেশি হিসেবে উল্লেখ করে।