পুতিনকে অবশ্যই থামাতে হবে : জো বাইডেন

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জো বাইডেন। ছবি : সংগৃহীত

জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনজুড়ে রাশিয়ার সর্বশেষ সিরিজ ক্ষেপণাস্ত্র হামলাকে উদ্বৃত করে বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাকে অবশ্যই থামাতে হবে।’

রয়টার্স জানিয়েছে সেন্ট ক্রোয়েক্সে অবকাশ চলাকালীন জারি করা এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনজুড়ে ৩১ জন বেসামরিক লোককে হত্যা করেছে এবং ১২০ জনেরও বেশি মানুষকে আহত করেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটি বিশ্বের কাছে একটি প্রখর অনুস্মারক যে, এই ধ্বংসাত্মক যুদ্ধের প্রায় দুই বছর পরেও পুতিনের উদ্দেশ্য অপরিবর্তিত রয়েছে। তিনি ইউক্রেনকে ধ্বংস করতে এবং এর জনগণকে পরাধীন করতে চান। তাকে অবশ্যই থামাতে হবে।’

মার্কিন কংগ্রেসকে অব্যাহত সহায়তা অনুমোদনের জন্য অনুরোধ করেন বাইডেন।

বিজ্ঞাপন

বাইডেন বলেন, ‘নতুন বছরে কংগ্রেস জরুরী পদক্ষেপ না নিলে আমরা ইউক্রেনের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং অত্যাবশ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো চালিয়ে যেতে সক্ষম হবো না। কংগ্রেসকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং আর কোনও বিলম্ব ছাড়াই কাজ করতে হবে।’

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জানিয়েছে, তারা এই বছরের একটি চূড়ান্ত সহায়তা প্যাকেজে ইউক্রেনকে ২৫০ মিলিয়ন পর্যন্ত অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করবে। কারণ, শীর্ষ কর্মকর্তারা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আরও ৬১ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদনের জন্য আইনপ্রণেতাদের অনুরোধ অব্যাহত রেখেছেন।

এদিকে হোয়াইট হাউসও সতর্ক করেছে যে, অতিরিক্ত বরাদ্দ ছাড়া ইউক্রেনের রাশিয়ার দখলকৃত এলাকা পুনরুদ্ধারের লড়াইয়ের জন্য বছরের শেষ নাগাদ মার্কিন সহায়তা শেষ হয়ে যাবে।