যুক্তরাষ্ট্রের হাই স্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে পেরি হাইস্কুলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিলো। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

অপরাধ তদন্ত বিভাগের সহকারি পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। তবে কি কারণে সে হামলা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী ছিল, যার মধ্যে একজন ষষ্ঠ শ্রেণির ছাত্র মারা গেছে।

পেরি হাই স্কুলের অধ্যক্ষ ড্যান মারবার্গারও গুলিবিদ্ধদের মধ্যে একজন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্য চারজন স্থিতিশীল, বলেন জানান মর্টভেত ।