ফিলিস্তিনিরা অবশ্যই গাজায় থাকতে পারবেন: ব্লিঙ্কেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের গাজা ত্যাগ করার জন্য চাপ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা অবশ্যই গাজায় থাকতে পারবেন।

স্থানীয় সময় রোববার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হলেই ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের অবশ্যই দেশে ফিরতে হবে। গাজা ছেড়ে যেতে তাদের চাপ দেওয়া যাবে না। খবর: বিবিসি।

বিজ্ঞাপন

সম্প্রতি ফিলিস্তিনি বাসিন্দাদের গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালল স্মোট্রিচবলেন, এখন দরকার গাজাবাসীকে এলাকা ছাড়তে উৎসাহিত করা।

তিনি বলেন, যদি গাজার ২৩ লাখ মানুষ ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার পেছনে না লেগে থাকে তবে পরিস্থিতি ভিন্ন হবে। তিনি আরও বলেন, ইসরায়েলি সমাজের বেশিরভাগ মানুষই বলবে: কেন নয়? এটি একটি সুন্দর জায়গা, আসুন মরুভূমিকে প্রস্ফুটিত করি, এটি কোনও সংঘাতের মাধ্যমে হবে না।

বিজ্ঞাপন

ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

এদিকে গাজা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এমনকি হাসপাতালসহ চিকিৎসা সুবিধাও এখন অনিরাপদ।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের (ওসিএইচএ) একজন প্রতিনিধি বিবিসিকে বলেছেন, গাজা পরিস্থিতির অবনতিতে তারা অত্যন্ত উদ্বিগ্ন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের বন্দুকধারীদের নজিরবিহীন হামলার পর ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। যা টানা দুই মাস ধরে চলছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গাজায় ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।