শরবিমালায় তৃতীয় নারী, আটক ১৩৬৯



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
কেরালার শরবিমালা মন্দির, ছবি: সংগৃহীত

কেরালার শরবিমালা মন্দির, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তীব্র আন্দোলনের বাধা উপেক্ষা করে তৃতীয় ঋতুমতী নারী হিসেবে কেরালার শবরিমালা মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে প্রার্থনা করেন। এদিকে পবিত্র এই মন্দিরে নারীদের প্রবেশ না করার বিষয়ে পূর্বের নিয়ম বহাল রাখার জন্য আন্দোলন করে যাচ্ছে দেশটির সাম্প্রদায়িক উগ্রপন্থীরা।

তাদের দাবি, প্রাচীন মতেই নারীরা এই মন্দিরে প্রবেশ করার নিয়ম নেই। অতএব সর্বোচ্চ আদালত যেন এর পক্ষেই রায় দেয়।

শুক্রবার (৪ জানুয়ারি) পুলিশের সুরক্ষায় এই নারী মন্দিরে প্রবেশ করে। এর আগে বুধবার (২ জানুয়ারি) দুজন নারী মন্দিরে প্রবেশ করলে কেরালার উগ্রপন্থী হিন্দু সম্প্রদায় ফুঁসে ওঠে। রাস্তায় নেমে আন্দোলন করে। এতে মন্দিরে প্রবেশে অন্দোলনরতদের সাথে সংঘর্ষ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত ১৩৬৯ জনকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া ৮০১টি মামলা করা হয়েছে। ২৭৫ জন আহত ও ১ জনের মৃত্যু হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/04/1546620051419.JPG

কেরালার শবরিমালা মন্দিরে ১০-৫০ বছর বয়সী ঋতুমতী নারীদের কখনো এই মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না। গত বছরের শেষের দিকে দেশটির সর্বোচ্চ আদালত এই মন্দিরে নারীদের প্রবেশের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। কিন্তু এরপরেও নারীরা এখানে প্রবেশে বাধার সম্মুখীন হচ্ছিল।

এজন্য তারা মঙ্গলবার (১ জানুয়ারি) ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করে। এতে প্রায় তিন লাখ মানুষ অংশ নেয়। এরপর দেশটির পুলিশের সহায়তায় দুইজন নারী মন্দিরে প্রবেশ করলেই দেশটির উগ্রবাদী হিন্দু সম্প্রদায় তীব্র আন্দোলন দেশটির প্রধান প্রধান কিছু সড়ক ও স্থান অচল করে দেয়। এতে আইন শৃঙ্খলাবাহিনীও কঠোর অবস্থানে রয়েছে।

তবে মাত্র কয়েক মাস পরেই দেশটিতে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে এ বিষয়ে ক্ষমতাসীন সরকার বেশ চাপে রয়েছে।

   

যত দ্রুত সম্ভব শান্তি ফেরানোর প্রতিশ্রুতি মাখোঁর



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফ্রান্সের দাঙ্গা আক্রান্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় পা রেখেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

বৃহস্পতিবার (২৩ মে) সেখানে পৌঁছেই তিনি যত দ্রুত সম্ভব শান্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, আদিবাসী দাঙ্গায় দাঙ্গায় রাজ্যটিতে ছয়জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অব্যাহত লুটপাট, অগ্নিসংযোগ এবং মারাত্মক সংঘর্ষের অবসান ঘটাতে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে রাজ্যটির রাজধানী নুমিয়ায় পৌঁছেছেন মাখোঁ।

টোনটাউটা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে বের হওয়ার পরে ফরাসি নেতা বলেন, তার লক্ষ্য যত দ্রুত সম্ভব শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনা। এটিই একমাত্র অগ্রাধিকার।

এদিকে, দাঙ্গা নিয়ন্ত্রণে নিউ ক্যালেডোনিয়ায় প্রায় ৩ হাজার সেনা, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী প্রেরণ করেছে ফরাসি কর্তৃপক্ষ।

রাজ্যটির পুলিশ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গত ১৩ মে দাঙ্গা শুরু হওয়ার পর থেকে তারা ২৬৯ জনকে আটক করেছে।

নুমিয়ায় পৌঁছে মাখোঁ নিহত ছয়জনের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন। নিহত ছয়জনের মধ্যে দুজন পুলিশও রয়েছে বলে জানা গেছে।

মাখোঁ প্রতিশ্রুতি দিয়েছেন যে, যতদিন প্রয়োজন নিরাপত্তা বাহিনী ততদির সেখানে থাকবে।

ফ্রান্সের প্রতিনিধিত্বকারী হাইকমিশনার লুই লে ফ্রাঙ্ক এএফপিকে বলেছেন, ‘বুধবারের রাত শান্ত ছিল। কোন বড় রকমের ক্ষয়ক্ষতি হয়নি।’

প্রসঙ্গত, স্বাধীনতার দাবিতে সোচ্চার আদিবাসী কানাকদের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে প্যারিস সরকারের। সেই টানাপোড়েনই শেষ পর্যন্ত দাঙ্গায় রূপ নিয়েছে। এই আদিবাসী কানাকরা ফ্রান্সের মোচ জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বলে জানা গেছে।

;

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ৪ জুলাই



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ঘোষণা অনুযায়ী আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার দল কনজারভেটিভ পার্টি বর্তমানে ক্ষমতায় আছে।

নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টারমার।

সুনাক এমন এক সময় এ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন যখন জনমত জরিপে ২০২২ সালের অক্টোবরের পর তার দলের জনপ্রিয়তা সর্বনিম্নে।

দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দাড়িয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেছেন তার সরকার শিক্ষাসহ বিভিন্ন খাতে যা অর্জন করেছে তাতে তিনি গর্বিত। সুনাক আরও বলেছেন ‘প্রতিটি ভোটের জন্য লড়াই’ করবেন।

বহু নাটকীয়তার পর কনজারভেটিভ পার্টির এমপিদের সমর্থনে দলের নেতা নির্বাচিত হয়ে ২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ঋষি সুনাক। এর আগে দলের নেতৃত্বের লড়াইয়ে এ সুনাককে হারিয়েই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিজ ট্রাস। কিন্তু মাত্র দেড় মাস ক্ষমতায় তাকার পর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তারও আগে মিথ্যা বলার কেলেঙ্কারিতে পড়ে প্রধানমন্ত্রীত্ব ছাড়েন বরিস জনসন।

;

চীনের সামরিক মহড়ায় উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকান্ডের কঠোর শাস্তি হিসেবে দ্বীপ দেশটির চারপাশে বৃহস্পতিবার (২৩ মে) থেকে দুই দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন ।

রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে বেইজিংকে ভীতি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এরপরই মধ্যে সামরিক মহড়া শুরু করেছে চীন।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, ‘চীনের এই ধরনের উদ্যোগ খুবই উদ্বেগজনক।’

কিন্তু, চীনা কমিউনিস্ট পার্টি বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদেরই অঞ্চল এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপ দেশটিকে তাদের শাসনে নেবে বেইজিং।

চীনের পিপলস লিবারেশন আর্মি ঘোষণা দিয়েছে, তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ মোকাবিলায় সক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য বৃহস্পতিবার ও শুক্রবার সামরিক যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ তাইওয়ানের চারপাশে মহড়া দেবে।

চীনের সামরিক মহড়ার ঘোষণা দেওয়ার পরপরই তাইওয়ান খুব দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্র, আকাশ ও স্থলপথে তাদের বাহিনী মেতায়েন করেছে।

তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ধরনের অযৌক্তিক উস্কানিমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এসব কার্যকলাপ কেবলমাত্র আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকেই নষ্ট করবে।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের উপ-কমান্ডার সেক্লঙ্কা ক্যানবেরায় সাংবাদিক ও উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘সত্য বলতে, এ রকম কিছু হবে তা আমরা প্রত্যাশা করছিলাম।’

তিনি আরো বলেন, ‘আমরা চীনের কাছ থেকে এমন ব্যবহার প্রত্যাশা করেছি। কিন্তু এর অর্থ এটা নয় যে, আমরা এতে নিন্দা জানাবো না। আমাদেরকে প্রকাশ্যেই চীনের এই উদ্যোগের প্রতি নিন্দা জানাতে হবে।’

যুক্তরাষ্ট্র এক চীনা নীতিতে বিশ্বাসী এবং তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করলেও ওয়াশিংটন ও তাইপে’র মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

;

স্ট্যালিনের ডাকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক ৩ জুন



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ৪ জুন। তার ২৪ ঘণ্টা আগে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র নেতানেত্রীরা বৈঠকে বসতে চলেছেন। ভোটের ফলাফল অনুকূলে হবে ধরে নিয়েই এই বৈঠকের ডাক দিয়েছেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

এনডিটিভি জানিয়েছে, আগামী ৩ জুন ডিএমকে’র প্রাণপুরুষ এম করুনানিধির ১০০তম জন্মদিন। ওই দিন সকালে স্ট্যালিন, বিরোধী মঞ্চের প্রত্যেক দলনেতাকে নয়াদিল্লিতে তাদের দলীয় দপ্তরে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

অন্য দলগুলোর পাশাপাশি সেখানে আমন্ত্রিত রয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে সব নেতা-নেত্রী নিজেদের মধ্যে কথা বলার পরিসর পাবেন।

তৃণমূল সূত্রে বৃহস্পতিবার (২৩ মে) বলা হয়েছে, ওই অনুষ্ঠানে তারা অবশ্যই যোগ দেবেন। তবে মমতার যাওয়ার সম্ভাবনা কম, তিনি প্রতিনিধি পাঠাবেন।

কংগ্রেস সূত্র জানিয়েছে, জোট রাজনীতিতে এই আগাম আলোচনার রেওয়াজ নতুন কিছু নয়। কোনও এক নেতা প্রাথমিকভাবে দায়িত্ব নেন সকলকে একজোট করার।

ইউপিএ সরকার গঠনের সময় সিপিএম নেতা হরকিষেণ সিং সুরজিতের বাড়িতে ফলাফল ঘোষণার আগেও মিলিত হতেন কংগ্রেস, এনসিপি, আরজেডি’র শীর্ষ নেতারা।

তার আগেও চন্দ্রশেখর সরকার গঠনের ক্ষেত্রেও এই রেওয়াজ দেখা গেছে। স্ট্যালিন নিজে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই, কংগ্রেসের জোট শরিক হলেও তার সঙ্গে অন্যান্য বিরোধী দলনেতাদের সম্পর্কও ভাল। তাই আপাতত প্রাথমিক আলোচনা শুরুর জন্য তিনিই আদর্শ ব্যক্তি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চলতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জোট হয়নি কংগ্রেস এবং তৃণমূলের। কিন্তু আগামী ৩ জুন লোকসভার সমস্ত ভোটগ্রহন পর্বই শেষ হয়ে যাবে। ফলে কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে থাকতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় মমতার দলের।

রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বৃহস্পতিবার উত্তর প্রদেশের ভাদোহিতে তৃণমূলের সঙ্গে এসপি’র সফল জোটের কথা তুলে ধরেছেন। ওই লোকসভা কেন্দ্রের সব বিধায়ক এবং তৃণমূল প্রার্থী ললিতেশ ত্রিপাঠীকে নিয়ে বুধবার জনসভা করেছেন এসপি নেতা অখিলেশ যাদব।

সেই মঞ্চে ছিল তৃণমূলের প্রতীক এবং পতাকা। তাৎপর্যপূর্ণভাবে ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেয়নি, তাদের পতাকাও দেখা গেছে তৃণমূল প্রার্থীর মঞ্চে। ‘ইন্ডিয়া’র এই ঐক্যের ছবি নিজের এক্স-এ পোস্ট করেছেন অখিলেশ।

তৃণমূলের পক্ষ থেকে পাল্টা পোস্ট করে ওই ছবি দিয়ে বলা হয়েছে, ‘একজোট থাকলেই আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকব।’

সম্প্রতি তৃণমূলনেত্রী বলেছিলেন, ‘ইন্ডিয়া’ সরকার গড়লে তারা বাইরে থেকে সমর্থন করবেন। এটা নিয়ে পরে গুঞ্জন তৈরি হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাদোহিতে জনসভায় মমতাকে অখিলেশের ‘নতুন বুয়া’ হিসেবে উল্লেখ করে তার বাইরে থেকে সমর্থন তত্ত্বের উল্লেখ করেছিলেন। তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন, ‘ইন্ডিয়া’র মধ্যেও বিভাজন তৈরি হচ্ছে।

পরে মুম্বইতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে অবশ্য অস্বস্তি সামলাতে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছেন, তৃণমূলনেত্রী পরে নতুন করে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, তিনি জোটের ভেতরেই রয়েছেন। ফলে চিন্তার কোনও কারণ নেই। যদিও রাজনৈতিক শিবির বলছে, এখনও পর্যন্ত মমতা এই বিষয়টিকে স্পষ্ট করতে চেয়ে কোনও কথা বলেননি।

এই পরিস্থিতিতে লোকসভা ফলাফলের ঠিক আগের দিন নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’র নেতাদের জমায়েত হওয়া এবং তৃণমূলের সেখানে প্রতিনিধিত্ব করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

;