ছয়টি ফরাসি সিজার হাউইৎজার কিনেছে ইউক্রেন
ফ্রান্সের কাছ থেকে ছয়টি সিজার হাউইৎজার কিনেছে ইউক্রেন। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।
এ ছাড়াও রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে কিয়েভে প্রতি মাসে ৫০টি নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র পাঠাবে প্যারিস।
ফ্রান্স ইন্টার রেডিওর সঙ্গে কথা বলার সময় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বলেন, ‘সিজার প্রস্তুতকারক নেক্সটার হাউইৎজারের উৎপাদন সময় অর্ধেক করে ১৫ মাস করতে পেরেছে, যার অর্থ এই বছর প্রায় ৭৮টি ইউনিট পাওয়া যাবে।’
যুদ্ধ শুরুর পর ইউক্রেন কর্তৃক ফ্রান্সের তৈরি অস্ত্রের এই প্রথম কেনাকাটা প্রসঙ্গে লেকর্নু বলেন, ‘৩ থেকে ৪ মিলিয়ন ইউরো দামে প্রতিটি সিজার হাউইৎজার কিনেছে কিয়েভ।’
ইউক্রেনে বর্তমানে ৪৯টি সিজার স্ব-চালিত হাউইৎজার রয়েছে, যা ফ্রান্স এবং ডেনমার্ক উপহার হিসাবে কিয়েভকে দিয়েছে।
লেকর্নু সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের জন্য তৈরি করা তহবিল ৫০ মিলিয়ন ইউরো ব্যয় করে পরবর্তীতে ১২টি সিজার ক্যানন কিয়েভে পাঠাবে ফ্রান্স।’
লেকর্নু বলেন, তিনি আশা করেছিলেন যে, মিত্ররা প্রায় ২৮৫ মিলিয়ন ইউরোতে ৬০টি সিজার কিনবে।
তিনি বলেন, ‘আমরা বিলটি ভাগ করে নিতে চাই এবং ইউরোপীয় দেশগুলোকে আর্থিক বোঝা ভাগ করতে সক্ষম করতে চাই।’
এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী কিয়েভে আর্টিলারি সরবরাহের উন্নতির বিষয়ে একটি সম্মেলনের জন্য বৃহস্পতিবার প্যারিসে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার সফরটি বাতিল করা হয়।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সম্মেলনে বলেছেন, ‘গোলাবারুদের ঘাটতি, গোলার অভাব আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বর্তমানে একটি বাস্তব চাপ বা সমস্যা।’
পৃথকভাবে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, কিয়েভের জন্য এই বছর কয়েক ডজন সিজার হাউইৎজার এবং গোলাবারুদ উত্পাদন করার জন্য প্যারিসের প্রতিশ্রুতির জন্য ফোন কলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
লেকর্নু বলেন, ফ্রান্স জানুয়ারি থেকে ইউক্রেনে প্রতি মাসে প্রায় ৫০টি নির্ভুল-নির্দেশিত এ২এসএম ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। সাফরানের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ১২৫, ২৫০, ৫০০ থেকে ১০০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে।