যুক্তরাষ্ট্রে বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইলিনয় অঙ্গরাজ্যে আলাদা দুটি বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার করেছে মার্কিন পুলিশ। একটি বাড়িতে পাঁচটি এবং অন্য বাড়িতে দুটি মরদেহ পাওয়া গেছে বলে জানান উইল কাউন্টি শেরিফের ডেপুটি চিফ ড্যান জাঙ্গলেস।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মার্কিন পুলিশ জানায়, ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েট শহরে হামলার সাথে জড়িত থাকার জন্য ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে তারা। সন্দেহভাজন ব্যক্তি রোমিও ন্যান্স নিহতদের চিনতেন বলে ধারণা করছেন তারা।

এক সংবাদ ব্রিফিংয়ে জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেন, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে বেশি কয়েকজনকে গুলি করে হত্যার খবর পুলিশকে জানানো হয়। পরে ওয়েস্ট একর রোডের ওই বাড়িগুলোতে পৌঁছানোর পর পুলিশ অফিসাররা সাতটি মৃতদেহ খুঁজে পান।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।