গণহত্যায় জড়িত থাকায় স্কোলজের বিরুদ্ধে জার্মান আইনজীবীদের মামলা
জার্মানির আইনজীবীদের একটি দল জার্মান ফেডারেল প্রসিকিউটরের কাছে দেশটির চ্যান্সেলর ওলাফ স্কোলজসহ সিনিয়র জার্মান রাজনীতিবিদদের বিরুদ্ধে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) একটি ফৌজদারি অভিযোগ দায়ের করছে।
জার্মানির আইনজীবীদের অভিযোগ, স্কোলজ এবং অন্যান্যরা গাজায় ইসরায়েলের দ্বারা সংঘটিত গণহত্যাকে সহায়তা ও মদত দিয়েছেন।
জার্মানির ওই আইনজীবীরা দেশটির ফেডারেল নিরাপত্তা পরিষদের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা বরেছেন, যারা জাতীয় নিরাপত্তা নীতি নির্দেশ করেন এবং অস্ত্র রপ্তানি অনুমোদন করেন।
এই তালিকায় স্কোলজ ছাড়াও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, অর্থনীতিমন্ত্রী রবার্ট হ্যাবেক, অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার রয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
মামলার ক্ষেত্রে আইনজীবীরা গাজা উপত্যকার দুই ফিলিস্তিনি পরিবারের প্রতিনিধিত্ব করেছেন বলে জানা গেছে।
জার্মানির আইনজীবীদের দলটি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রবাসী ফিলিস্তিনিরা আমাদের পরিবার এবং আমাদের জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার পাশে দাঁড়াবো না এবং দেখব না? আমরা আমাদের নিষ্পত্তিতে সব উপায় ব্যবহার করব। আজ আমরা গাজার গণহত্যায় জড়িত থাকার জন্য জার্মান সরকারকে জবাবদিহির করাতে চাই।’
ইউরোপিয়ান লিগ্যাল সাপোর্ট সেন্টার, প্যালেস্টাইন ইনস্টিটিউট ফর পাবলিক ডিপ্লোম্যাসি এবং ইউকেভিত্তিক আইন ফর প্যালেস্টাইন এই মামলার সমর্থনকারী সুশীল সমাজ সংস্থাগুলোর মধ্যে রয়েছে।
যৌথভাবে লিখিত বিবৃতিতে তারা বলেছে, ‘জার্মান রাষ্ট্র এমন একটি দেশ যারা গাজা উপত্যকা এবং ফিলিস্তিনিদের উপর আক্রমণে ইসরায়েলকে শক্তিশালী রাজনৈতিক ও বস্তুগত সমর্থন দেখিয়েছে।’
মামলার সমর্থনকারী আইনজীবীদের একজন আলেকজান্ডার গোর্স্কি স্বীকার করেছেন যে, আইনি দৃষ্টিকোণ থেকে এই মামলাটি কঠিন হবে।’
তিনি আল জাজিরাকে বলেন, ‘তবে আমরা বিশ্বাস করি যে, বিচার বিভাগে কর্মরত ব্যক্তি হিসাবে কিছু করার চেষ্টা করা আমাদের দায়িত্ব। আমরা বিশ্বজুড়ে একটি গণহত্যাকে সরাসরি সম্প্রচার করতে দেখছি এবং তা সত্ত্বেও, ইসরায়েলি সরকার এখনও অন্যান্য দেশগুলোর দ্বারা সমর্থিত হচ্ছে এবং এখনও তাদের কাছ থেকে অস্ত্র গ্রহণ করছে।’