ইউক্রেনের প্রতি ফ্রান্সের ‘অটল সমর্থন’ থাকবে: ম্যাক্রোঁ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে প্রতিশ্রুতি দিয়েছেন যে কিয়েভের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’। ইউক্রেনের যুদ্ধ নিয়ে পুতিনকে সতর্কতা জানান তিনি।

রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক বার্তায় তিনি লিখেছেন, ইউক্রেন বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ইউক্রেন নিজের জন্য, তার আদর্শের জন্য, ইউরোপের জন্য লড়াই করছে। ইউক্রেনের পক্ষে আমাদের প্রতিশ্রুতির ‘পরিবর্তন হবে না’।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি পৃথক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট পুতিনের রাশিয়া যেন ইউরোপীয়দের দুর্বল না মনে করে।’

বিজ্ঞাপন