‘ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধের জন্য পশ্চিমা সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।’
রয়টার্স জানিয়েছে তিনি আরও বলেন, ইইউর বাইরে থেকে ইউক্রেনের জন্য জরুরি গোলা-বারুদ কেনার ক্ষেত্রে দীর্ঘদিনের বিরোধিতা ত্যাগ করবে প্যারিস।
মাখোঁ বলেন, ‘ইউরোপের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার পরাজয় জরুরি।’
প্যারিসে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বৈঠকে ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমা সংকল্পের ওপর নতুন করে জোর দিয়েছেন ২৫ জন ইউরোপীয় নেতা।
মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘রাশিয়াকে হারাতে আমরা প্রয়োজনীয় সবকিছু করবো।’
ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো একটি বিকল্প চিন্তা ছিল কিনা জানতে চাইলে মাখোঁ বলেন, ‘বিষয়টি প্যারিস বৈঠকে আলোচনা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সেনা পাঠানোর বিষয়ে কোন ঐকমত্য হয়নি এখনও।’
এদিকে, ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠালে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠবে বলে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সতর্ক করেছে ক্রেমলিন।
মাখোঁর মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘ন্যাটো দেশগুলো থেকে ইউক্রেনে কিছু সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন একটি উপাদান।’
ন্যাটো সদস্যরা ইউক্রেনে যুদ্ধের জন্য তাদের সেনা পাঠালে সরাসরি রাশিয়া-ন্যাটো সংঘর্ষের ঝুঁকি কী হবে জিজ্ঞাসা করা হলে পেসকভ বলেন, ‘সেক্ষেত্রে কোনও সম্ভাব্যতা নয়, রাশিয়া-ন্যাটোর মধ্যে অনিবার্য সরাসরি সংঘর্ষের কথাই বলতে হবে।’
পেসকভ বলেন, ‘ন্যাটো দেশগুলোর নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত যে, পশ্চিমা সেনা পাঠানো কি তাদের স্বার্থে নাকি তাদের নাগরিকদের স্বার্থে হবে।’
অন্যদিকে মাখোঁ বলেছেন, ইউরোপীয় দেশগুলোর একটি জোট গঠন করতে সম্মত হয়েছেন ইউরোপের নেতারা। তারা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বোমা সরবরাহ করার বিষয়ে আলোচনা করবে।