শীর্ষ মানবাধিকারকর্মীকে কারাদণ্ড দিল রাশিয়া
ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার শীর্ষ মানবাধিকারকর্মী ওলেগ অরলভকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত।
৭০ বছর বয়সি নোবেল পুরস্কার বিজয়ী এই ওলেগ অরলভ মেমোরিয়াল গ্রুপের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে জানিয়েছে এনডিটিভি।
মামলার রায়ে বিচারক বলেন, ‘ওরলভকে দোষী সাব্যস্ত করে দুই বছর ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’
বিচারক রায় পড়ার সময় ওরলভকে আদালতের হেফাজত কক্ষে রাখা হয়েছিল এবং সেখানে তার স্ত্রী তাতায়ানাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
রায় ঘোষণার সময় ওরলভের প্রতি শ্রদ্ধা এবং বিদায় জানাতে প্রায় ২০০ সমর্থক আদালতের করিডোরে অপেক্ষা করছিলেন।
অরলভ একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে এএফপিকে বলেছিলেন, বিচারের ফলাফল সম্পর্কে তার পূর্ব ধারণা রয়েছে।
ফরাসি অনলাইন প্রকাশনা মিডিয়াপার্টের জন্য লেখা একটি কলামে রাশিয়ার সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে অরলভকে অভিযুক্ত করে প্রথম বিচারের পর অক্টোবরে তাকে জরিমানা করা হয়েছিল।
জরিমানা অপেক্ষাকৃত নমনীয় শাস্তি বিবেচনা করে প্রসিকিউটররা একটি নতুন বিচারের জন্য আহ্বান জানান তখন।
প্রসঙ্গত, অন্যান্য অধিকারকর্মীরা ক্রেমলিনের ক্রমবর্ধমান দমন-পীড়ন থেকে পালিয়ে যাওয়ার পরেও অরলভ রাশিয়াতেই রয়ে গেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এ সময় বিদেশের চেয়ে দেশে থাকা বেশি দরকারী।’