মস্কোতে নাভালনির শেষকৃত্য শুক্রবার
রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির শেষকৃত্য শুক্রবার (১ মার্চ) মস্কোর একটি গির্জায় অনুষ্ঠিত হবে।
আর্কটিক কারাগারে আকস্মিক মৃত্যুর দুই সপ্তাহ পর গত বুধবার তার সহযোগীরা এই ঘোষণা দেন।
নাভালনির দল বলেছে, তার মৃত্যুতে পুতিন জড়িত থাকার বিষয়টি ‘ধামাচাপা’ দিতে এবং জনসাধারণের অংশগ্রহণে শেষকৃত্য রোধ করার প্রচেষ্টা হিসেবে কর্তৃপক্ষ আট দিন যাবত নাভালনির মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেনি।
নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, তিনি আশঙ্কা করছেন যে, নাভালনির শেষকৃত্যে আসা তার দলীয় কর্মীদের পুলিশ গ্রেপ্তার করতে পারে। এর ফলে তার স্বামীর শেষকৃত্য ব্যাহত হতে পারে।
ইউরোপীয় পার্লামেন্টে নাভালনায়া বলেন, ‘আমি এখনও নিশ্চিত নই যে, আমার স্বামীর শেষকৃত্য শান্তিপূর্ণ হবে কি-না কিংবা যারা আমার স্বামীকে বিদায় জানাতে আসবে তাদের পুলিশ গ্রেপ্তার করবে কিনা।’
নাভালনির দল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ১ মার্চ দুপুর ২টায় মেরিনোতে মাদার অফ গড কোয়েঞ্চ মাই সরোস গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
সবাইকে নির্ধারিত সময়ের আগেই হাজির হওয়ার আহবান জানিয়ে ওই পোস্টে বলা হয়েছে, খ্রিস্ট ধর্মের অনুসারী বিরোধী নেতার লাশ মস্কভা নদীর তীর থেকে অল্প দূরে বোরিসভ সমাধিস্থলে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করতে ইচ্ছুক একটি গির্জা খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল।
দলটি বলেছে, ক্রেমলিন ভয় পেয়েছে যে, অন্ত্যেষ্টিক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ নাভালনির সমর্থনে বিশাল গণসমাবেশে পরিণত হতে পারে।
এর আগে নাভালনির নির্বাসিত মিত্র ইভান ঝদানভ বলেছিলেন, ‘আমরা ১ মার্চের জন্য একটি গির্জা এবং একটি হল খুঁজতে শুরু করেছি। সর্বত্র তারা আমাদের কোনও সুযোগ দিতে অস্বীকার করেছে। কিছু জায়গায় আমাদের বলা হয়েছে, এটি নিষিদ্ধ করা হয়েছে।’
অন্যান্য মিত্ররা বলেছে, কিছু ক্ষেত্রে নাভালনির নাম শুনে গির্জা ও হলগুলো শেষকৃত্য অনুষ্ঠানের সুযোগ দেয়ার আহবান প্রত্যাখ্যান করেছে।