নবগঠিত পাকিস্তান সরকারকে স্বীকৃতি না দিতে যুক্তরাষ্ট্রকে ৩১ চিঠি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফেব্রুয়ারির ৮ তারিখে অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনের ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ পূর্ণাঙ্গভাবে, স্বচ্ছতার সঙ্গে এবং বিশ্বাসযোগ্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে আহ্বান জানিয়েছেন ৩১ জন মার্কিন কংগ্রেস সদস্য। এ বিষয়ে তারা প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে বুধবার (২৮শে ফেব্রুয়ারি) যৌথভাবে একটি চিঠি লিখেছেন। এতে পাকিস্তানের জনগণের পাশে দাঁড়াতে এবং দেশটির গণতন্ত্র রক্ষার আহ্বান জানানো হয়েছে। চিঠির মাধ্যমে সামরিক এবং অন্যরকম সহযোগিতা স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগ কেসার-এর সরকারি ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টও দিয়েছে। টেক্সাসের ডেমোক্রেট  গ্রেগ কেসারের ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত ৮ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবং পরে জালিয়াতির অভিযোগে চিঠিতে যৌথভাবে উদ্বেগ জানিয়েছেন কংগ্রেসের ওই সদস্যরা।

এতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়, নির্বাচনে হস্তক্ষেপের পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানের নতুন সরকারকে যেন স্বীকৃতি না দেওয়া হয়। রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ডে জড়িত থাকা কোনো ব্যক্তিকে আটক রাখা হলে তাদেরকে মুক্তি দিতে পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এসব ব্যক্তিকে মুক্তি দেয়া এবং এ সংক্রান্ত তথ্য সংগ্রহে পাকিস্তানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে। এতে আরও দাবি জানানো হয়েছে যে, পাকিস্তান কর্তৃপক্ষকে পরিষ্কার করে বলতে হবে- মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রে বাধা অথবা অন্য যেকোনো দুর্নীতির বিষয়ে জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্রের আইন।

গ্রেগ কেসারের ওয়েবসাইটে আরও বলা হয়, নির্বাচনের আগেই ভোট জালিয়াতির অভিযোগ থাকা সত্ত্বেও পাকিস্তানি জনগণ ব্যাপক সংখ্যায় ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে তার স্বার্থেই এটা নিশ্চিত করতে হবে যে, এই নির্বাচনের ফল পাকিস্তানের কোনো অভিজাত শ্রেণি বা সামরিক বাহিনীর নয়- দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।

গ্রেগ কেসার বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার মিত্রদেরকে উচ্চ মানসম্পন্ন অবস্থায় রাখতে হবে। তাই একটি বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নির্বাচনের ফলকে স্বীকৃতি দেয়া উচিত হবে না।

কংগ্রেসওম্যান সুসান ওয়াইল্ড বলেন, দেশে এবং দেশের বাইরে গণতন্ত্রের পক্ষে আমাদের প্রতিশ্রুতির সর্বোচ্চ মানদণ্ডের প্রতিশ্রুতির প্রতি আমাদেরকে শক্তিশালী থাকতে হবে। পাকিস্তানে নতুন সরকার হবে- দেশটিতে জনগণ প্রকৃতপক্ষে যার জন্য ভোট দিয়েছেন তার প্রতিফলন। এখন সময় হচ্ছে পাকিস্তানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে সমস্বরে কথা বলা উচিত যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের। 

চিঠিতে স্বাক্ষরকারী সদস্যরা হলেন- টেক্সাস-৩৫ এর প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগ কেসার, পেনসিলভ্যানিয়ার সুসান ওয়াইল্ড, ভার্জিনিয়ার ডনাল্ড বেয়ার, নিউ ইয়র্কের জামাল বোম্যান, কোরি বুশ, ইন্ডিয়ানার আন্দ্রে কারসন, ক্যালিফোর্নিয়ার জুডি চু, নিউ ইয়র্কের ইভেত্তে ক্লার্ক, পেনসিলভ্যানিয়ার মেডেলিন ডিন, টেক্সাসের লয়েড ডোগেট, ভেরোনিকা এসকোবার, ইলিনয়ের জেসাস চুই গার্সিয়া, ওয়াশিংটনের ইলিয়ানর হোমস নর্টন,  নেভাদার স্টিভেন হর্সফোর্ড, ওয়াশিংটনের প্রমীলা জয়াপাল, জর্জিয়ার হ্যাঙ্ক জনসন, ক্যালিফোর্নিয়ার রো খান্না, ইলিনয়ের রাজা কৃষ্ণমূর্তি, ওহাইওর গ্রেগ ল্যান্ডসম্যান, ক্যালিফোর্নিয়ার বারবারা লি, পেনসিলভ্যানিয়ার সামার লি, ম্যাচাচুসেটসের জিম ম্যাকগভার্ন, মিনেসোটার ইলহান ওমর, নিউজার্সির ফ্রাঙ্ক প্যালোন, মেডিসনের জেমি রাসকিন, ইলিনয়ের জ্যান শকাওয়াস্কি, মিশিগানের রাশিদা তলাইব,  মেরিল্যান্ডের ডেভিড থ্রোন, টেক্সাসের মার্ক ভেসি, নিউ ইয়র্কের নিদিয়া ভেলাজকুয়েজ এবং নিউজার্সির বোনি ওয়াটসন কোলম্যান। 

এই চিঠি অনুমোদন করেছে সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্স, কমিউনিটি অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিস, ফার্স্ট পাকিস্তান গ্লোবাল, গ্লোবাল পিস সিকার্স, জাস্ট ফরেন পলিসি, এমপাওয়ার চেঞ্জ অ্যাকশন ফান্ড, নাউ অর নেভার এবং সেভ পাকিস্তান জোট।

 

   

ইসরায়েলে ফের রকেট হামলা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রবাহিনী হিজবুল্লাহ ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) রাতে এ হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে।

ইসরায়েলের সশস্ত্র বাহিনী জানায়, লেবানন থেকে অন্তত ২৬টি রকেট ছোড়া হয়েছে। এগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলের বার ইয়োহাই অঞ্চলের খোলা জায়গায় আঘাত হেনেছে। মেরন পর্বতের আশপাশে আকাশ হামলা সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে বাহিনী।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ‘বিস্ফোরক ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল মানারা সামরিক কমান্ডের সদর দপ্তরও গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটলিয়নের কিছু সদস্যের ওপর হামলা চালিয়েছে।'

ইসরারায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নিজস্ব আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সাফল্যের সঙ্গে লেবানন থেকে আসা এই হামলা প্রতিহত করেছে। হামলার উৎসে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

;

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২৭ 



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের লাগামহীন বোমা হামলায় মোট ২৭ জন ফিলিস্তিনি নিহত হলেন। নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু রয়েছে।

রোববার (২৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তা খলিল আল-হাইয়া বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধবিরতির যে প্রস্তাব করা হয়েছে, তা তারা পর্যালোচনা করছেন। কারণ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছালে রাফাহ-তে পরিকল্পিত আক্রমণ ‘স্থগিত’ হবে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল গাজার ওপর ব্যাপকভাবে অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে এই ভূখণ্ডের জনগোষ্ঠী বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দারা অনাহারের দ্বারপ্রান্তে রয়েছেন।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) গণহত্যার দায়ে অভিযুক্ত করার ঘটনা উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।



;

নাভালনির হয়ে কাজ করা ২ সাংবাদিক গ্রেফতার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: কনস্ট্যান্টিন গাবভ এবং সের্গেই ক্যারেলিন

ছবি: কনস্ট্যান্টিন গাবভ এবং সের্গেই ক্যারেলিন

  • Font increase
  • Font Decrease

নাভালনির হয়ে কাজ করা দুই সাংবাদিককে 'চরমপন্থার' অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, রাশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ এমন উপাদান প্রচার করতেন তারা।

রোববার (২৮ এপ্রিল)  বৃটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়াার প্রেসিডেন্ট পুতিনের সমালোচক এবং বিরোধী নেতা রাজনীতিবিদ আলেক্সি নাভালনির চলতি মাসের ফেব্রুয়ারিতে কারাগারে রহস্যজনক মৃত্য হয়। প্রয়াত এই নেতার প্রতিষ্ঠিত একটি দলের হয়ে কাজ করা দুই রাশিয়ান সাংবাদিক কনস্ট্যান্টিন গাবভ এবং সের্গেই ক্যারেলিন। তাদের বিরুদ্ধে চরমপন্থার অভিযোগ এনে রোববার গ্রেফতার করা হয়েছে।

কনস্ট্যান্টিন গাবভ এবং সের্গেই ক্যারেলিনের বিরুদ্ধে নাভালনির ‘ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন’ দ্বারা পরিচালিত একটি ইউটিউব চ্যানেলের জন্য ‘নিষিদ্ধ আধেয়’ প্রস্তুত করার অভিযোগ করা হয়েছে।

বিচার শুরু হওয়ার আগেই কনস্ট্যান্টিন গাবভ এবং সের্গেই ক্যারেলিন অভিযোগ অস্বীকার করেছেন। এরপরেও তাদের ন্যূনতম দুই মাসের জন্য আটক রাখা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ান আদালত অনুসারে, কোনো চরমপন্থী সংগঠনে অংশগ্রহণের অভিযোগে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।

এর আগে,  শুক্রবার (২৬ এপ্রিল) ফোর্বস ম্যাগাজিনের রাশিয়ান সংস্করণে কাজ করা আরেক সাংবাদিক সের্গেই মিনগাজভকে রাশিয়ান সামরিক সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।

;

চীনে টর্নেডোতে নিহত ৫, আহত ৩৩



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চীনের একটি শহরের উপর দিয়ে টর্নেডো বয়ে গেলে ৫ জন নিহত এবং আরো ৩৩ জন আহত হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) চীনের বার্তাসংস্থা জিনহুয়ার বরাত দিয়ে ইরানের বার্তাসংস্থা মেহর নিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার বিকেলের দিকে দক্ষিণ চীনের গুয়াংঝৌ প্রদেশের বাইয়ুন জেলার উপর দিয়ে টর্নেডো বয়ে গেলে ৫ জন নিহত এবং ৩৩ জন আহত হন। এছাড়া এসময় ১শ ৪১টি কারখানা ভবন বিধ্বস্ত হয়।

স্থানীয় সরকারের বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনার পর পরই উদ্ধারকর্মী, স্বাস্থ্যকর্মীসহ জরুরি ত্রাণকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

;