প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র জমা দিলেন শেহবাজ শরীফ ও ওমর আইয়ুব
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জোট প্রার্থী শেহবাজ শরীফ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মনোনীত প্রার্থী ওমর আইয়ুব।
এআরওয়াই নিউজ শনিবার (২ মার্চ) জানিয়েছে, তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন জাতীয় পরিষদের সচিব। একজন সাংসদকে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে ৩৩৬ সদস্যের সংসদে ১৬৯ ভোট পেতে হবে।
এআরওয়াই নিউজ জানিয়েছে, পিপিপি, পিএমএল-এন এবং এর মিত্রদের ২০০ জনেরও বেশি আইনপ্রণেতার সমর্থন রয়েছে।
উল্লেখ্য, ইমরান খানের পিটিআইয়ের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ৯৩ জন সংসদ সদস্য নিয়ে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল।
এদিকে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সরদার আয়াজ সাদিক গত শুক্রবার জাতীয় পরিষদের (এনএ) ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন।
নতুন এনএ স্পিকার নির্বাচনের জন্য রাজা পারভেজ আশরাফ ন্যাশনাল অ্যাসেম্বলির (এনএ) অধিবেশনে সভাপতিত্ব করেন।
এআরওয়াই নিউজ জানিয়েছে, সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) পুরো অধিবেশনজুড়ে প্রতিবাদ করেছে।
নিয়মানুযায়ী গোপন ব্যালটের মাধ্যমে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। একে একে ভোট দেন সংসদ সদস্যরা।
পিএমএল-এন প্রার্থী আয়াজ সাদিক ১৯৯ ভোট পেয়েছেন আর সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) থেকে আমির ডোগার ৯১ ভোট পেয়েছেন।
রাজা পারভেজ আশরাফের আনুষ্ঠানিক ঘোষণার পর সরদারে আয়াজ সাদিক এনএ-এর পরবর্তী স্পিকার হিসেবে শপথ নেন।