কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের
কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপের কাছে মঙ্গলবার (৫ মার্চ) ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি সামরিক টহল নৌযান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। ১০ বছর আগে এই উপদ্বীপটি দখল করে নিয়েছিল রাশিয়া।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার সূত্রে রয়টার্স জানিয়েছে, বেশ কয়েকটি সামরিক ড্রোন কর্চ প্রণালীর কাছে অবস্থান করে ওই জাহাজে আঘাত হানে। এতে নৌযানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ইউক্রেনের দোনেতস্ক এলাকার ফ্রন্টলাইনে অবস্থান জোরদার করেছে রাশিয়ার ব্যাটলগ্রুপ সাউথের ইউনিটগুলো।
অবস্থান জোরদার করার লড়াইয়ে ইউক্রেনের ৪১০ জন সেনাকে হত্যার দাবি করেছে মস্কো। ব্যাটলগ্রুপের মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বিমান হামলা এবং গোলন্দাজ বাহিনীর সহায়াতায় ব্যাটলগ্রুপ সাউথের ইউনিটগুলো তাদের ফ্রন্টলাইনের অবস্থান জোরদার করেছে। এতে নভোয়ে, বোগদানভকা, আন্দ্রেয়েভকা এবং কুর্দিউমোভকার কাছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ২৪তম মেকানাইজড ব্রিগেড এবং তৃতীয় ও ৯২তম অ্যাসল্ট ব্রিগেডের ওপর হামলা চালানো হয়েছে। ওই হামলায় ৪১০ জন পর্যন্ত শত্রু সেনা নিহত বা আহত হয়েছে। অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম এবং ড্রোন থেকে ইউক্রেনের দুটি সাঁজোয়া যান এবং ১২টি মোটরযানে হামলা চালানো হয়েছে।’
মুখপাত্র বলেছেন, পাল্টা হামলায় রাশিয়ার দুটি ১৫২ মিলিমিটার এমস্টা-বি হাউইৎজার এবং একটি ১৫২ মিলিমিটার গভোজডিকা হাউইৎজার ধ্বংস হয়ে গেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের খারকিভ এবং ওডেসা অঞ্চলে শুক্রবার রাতে রুশ বিমান হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছে।
ওদেসার কর্মকর্তারা জানান, বন্দর নগরীটিতে রাশিয়ার এক ড্রোন হামলায় বেশ কয়েকটি উঁচু ভবনের ক্ষতি হয়েছে। এতে এক যুবক প্রাণ হারিয়েছে এবং তিন বছরের এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
আঞ্চলিক গভর্ণর ওলেগ কিপার বলেন, ‘তিন বছরের শিশুটি পায়ে আঘাত পেয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
রাশিয়ার এ হামলায় প্রাপ্তবয়স্ক ৬ জন আহত হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে ভেলিকি বুরলুক গ্রামের একটি বাড়িতে রাশিয়ার ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় বাড়িটিতে আগুন ধরে যায়।
পুলিশ আরও জানিয়েছে, ৭৬ বছর বয়সি বাড়ির মালিককে ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।